আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | রাত ২:৫২

উৎকন্ঠায় নারায়ণগঞ্জবাসী!

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৩ | ৯:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রীক আন্দোলন। এক দফা দাবিতে বিএনপি যখন রাজপথে ঠিক একি সময়ে শান্তি সমাবেশে মাঠে রয়েছে আওয়ামীলীগ। অপরদিকে, জনগনের জান মাল নিরাপত্তায় মাঠে রয়েছে জেলা পুলিশ প্রশাসন। সার্বিক দিক মিলিয়ে আগামি জাতীয় নির্বাচন কেন্দ্রীক আন্দোলনকে কেন্দ্র করে ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে নারায়নগঞ্জের সাধারন মানুষ। সূত্রমতে, রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির ২২ নেতাকর্মী। তাদের একজনের চোখে গুলি লেগেছে। আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালনের লক্ষ্যে বিভিন্ন অলিগলিতে জড়ো হচ্ছিলেন। এর মধ্যে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে জেলা বিএনপির একাংশ মহাসড়কে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে জেলা বিএনপির অন্তত ২২ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটুর চোখে গুলি লেগেছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা সকালে শান্তিপূর্ণ কর্মসূচি করতে গেলে আমাদের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। বিনা উস্কানিতে লাঠিচার্জ ও গুলি করে আমাদের ২২ নেতাকে আহত করা হয়। আমাদের ফতুল্লা বিএনপির সভাপতি টিটু গুরুতর আহত, তার চোখ আর ঠিক হবে কিনা সেটি নিয়ে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করেছেন। অসংখ্য নেতাকর্মী আহত। আমরা সেখানে অবস্থান করেছিলাম কিন্তু সড়কে ওঠার আগেই এ হামলা হয়েছে। অপরদিকে, ঢাকার প্রবেশমুখে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। গত শনিবার সকাল থেকে সাইনবোর্ড, কাঁচপুর, চিটাগাং রোডে তাদের অবস্থান নিতে দেখা যায়। বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির পাশাপাশি তাদেরকে অবস্থান নিতে দেখা যায়। সকাল থেকে সাইনবোর্ডে অবস্থান নেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। কাঁচপুরে অবস্থান নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমরসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। চিটাগাং রোডে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান করতে দেখা যায়। দফায় দফায় মিছিল করতে থাকেন তারা। মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বলেন, রাজধানীর প্রবেশপথে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করলে মোকাবিলা করা হবে। বিএনপির এই কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলছেন, একটি গণতান্ত্রিক দেশে মহাসড়ক অবরোধ করে কোন শান্তিপূর্ণ কর্মসূচি হতে পারে না। মানুষের জান-মালের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘœ রাখতে যা যা করণীয়, সেটা আমরা করছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় শনিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে এই মন্তব্য করেন। পুলিশ সুপার বলেন, আমাদের ঢাকা মহানগর পুলিশ কমিশনার গতকালই আপনাদের মাধ্যমে বলেছে, রাস্তা অবরোধ করে কোন কর্মসূচি পালন করা যাবে না। কোন পুলিশ দপ্তর থেকে এই কর্মসূচি করার অনুমতিও দেওয়া হয়নি। বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির কারণে আমাদের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছিল। জনগণের জান-মালের ও জনগণের চলাচলে বিঘœ ঘটায়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। আর সেটাই নিয়েছি। তিনি আরো বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডাচবাংলার মোড়ে কিছু লোকজন এসে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে। তাদের আমরা বলেছি, তারা কথা শুনে নাই, যার কারণে আইনানুক ভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছি। তাদের মাঝে থেকে ৪ জন আমরা গ্রেপ্তার করেছি, আমাদের এই অভিযান অব্যহত থাকবে। পরবর্তীতে আমরা যদি আরও কাউকে গ্রেপ্তার করতে পারি জানিয়ে দিবো। এ সময় আমাদের পুলিশ সদস্যরাও আহত হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা