আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | রাত ২:২৮

আতংকিত না’গঞ্জ আ’লীগ!

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৩ | ১১:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট একের পর আন্দোলনের মাধ্যমে নিজেদের অস্তিত্বের জাগান দিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। অপরদিকে দলীয় কোন্দলের কারনে ঢাকার পাশ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতি অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে। সম্প্রতি, কেন্দ্রীয় যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগের সমাবেশে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ব্যতিত দলীয় কোন নেতৃবৃন্দকেই দেখা যায়নি। এমনকি, দলীয় পদ পদবী ববহার করে ক্ষমতার প্রভাব খাটিঁয়ে অনেক নেতৃবৃন্দ নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও দলীয় স্বার্থে তাদের খোঁজ পাওয়া যায়নি। উল্টো নাম সর্বস্ব দু-একটি কর্মী বিহীন সভার মাধ্যমে নিজেদের দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে দলীয় সুবিধাভোগী নেতৃবৃন্দ। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ বিএনপি কেন্দ্রীয় কর্মসূচী পালনে ঢাকার রাজপথে যেভাবে নিজেদের শক্তি প্রদর্শন করে আসছে ঠিক একিভাবে নারায়ণগঞ্জের মাটিতে বিএনপি সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী সম্প্র্রতি আন্দোলনের দিকে নজর দিলেই তা অনুমেয় করা যায়। বিএনপির একের পর এক আন্দোলনের ফলে নারায়ণগঞ্জে ক্ষমতাসীনদল অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেশকমহল মনে করছেন। সম্প্রতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান তার বক্তব্যে বিএনপির পরিকল্পনা বিষয়টি তুলে ধরেন। এসময় সাংসদ শামীম ওসমান বলেন, সামনে কঠিন সময় আছে। অনেকে বুঝতেছে না। আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন, আমাদের তৈরি হতে হবে। আমাদের পূর্বপুরুষরা যারা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল তাদের মতো আমাদের লড়তে হবে। আমেরিকায় যেমন একা ছিলাম কিন্তু দেখেছেন কিভাবে রুখেছি। আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা। নেতা বেঈমানি করে কর্মী কখনো বেঈমানি করে না। তিনি বলেন, কবে যে দেশটা ঐ শকুনদের হাত থেকে রক্ষা পাবে বুঝতে পারছি না। শকুনরা আবার মাথাচাড়া দিয়ে এসেছে। এটা আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে হত্যা করতে চায়। কিভাবে, যেভাবে জাতির জনককে হত্যা করা হয়েছিল সেভাবে শেখ হাসিনাকে মারতে চায়। শেখ হাসিনা আমাদের আগামী দিনের স্বপ্ন, তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ না তিনি বাংলাদেশের আগামী দিনের বাচ্চাদের আমাদের প্রজন্মের সম্পদ স্বপ্ন। এই স্বপ্নকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নিজের ওপর বোমা হামলার কথা তুলে ধরে তিনি বলেন, ২০০১ সালের ১৬ জুন আমার ওপর বোম মারা হলো ২০ জন মানুষ মারা গেল। , সংসদে একটি ছবি দেখিয়েছিলাম খালেদা জিয়া আমাকে বলেছিল তোকে দেখে নেব। এভাবে কাপুরুষের মতো দেখে নেবেন ভাবিনি। সামনে খারাপ সময়ে উল্লেখ করে তিনি বলেন, ওরা একটা মরণ কামড় দেবে। এ মরণ কামড় ক্ষমতায় যাওয়ার জন্য না। ওরা নির্বাচনকে বন্ধ করতে চায় কারণ জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় এ ছাড়া কোনো পথ নেই। প্রসঙ্গত, আর মাত্র ৫ মাস বাকি রয়েছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের। নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ রাজনীতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। দীর্ঘদীন ধরে ঝিমিয়ে থাকা দলগুলোও মাথাচাড়া দিয়ে উঠেছে। যুদ্বাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত শিবিরের নেতৃবৃন্দ দীর্ঘদীন নিশ্চুপ থাকলেও নির্বাচন কেন্দ্রীক আন্দোলনে তারা মাঠে থাকায় আবারো অজানা আতংক বিরাজ করছে নারায়ণগঞ্জবাসীর মধ্যে। সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জবাসী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠার মধ্য দিয়ে পার করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা