আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | দুপুর ২:৫০

পিছিয়ে নেই আ’লীগ-বিএনপি!

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৩ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য মরিয়া হয়ে একের পর এক কর্মসূচি দিয়ে রাজপথ দখলে রয়েছে বিরোধী দল। একই সাথে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবী জানিয়ে কখনো রাজপথে, কখনো সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করে যাচ্ছে বিএনপি। কিন্তু তাদের বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও কোন অংশে পিছিয়ে নেই। একই সাথে বিএনপির আন্দোলন কিংবা তাদের নৈরাজ্যকে ঠেকানোর জন্য শান্তি সমাবেশ করে যাচ্ছে। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের একটাই বার্তা, আর তা হলো অন্তত আগামী নির্বাচন পর্যন্ত দলের কোন্দলর নিরসন করতে হবে। দলের মাঝে ঐক্য তৈরী করতে হবে। কেননা দলীয় নেতা কর্মীদের মাঝে ঐক্য তৈরী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসতে কেউ ঠেকাতে পারবে না। তাই তারা এখন দলের তৃনমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানাচ্ছেন। এদিকে সোমবার ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দলীয় সকল নেতৃবৃন্দকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আগামী নির্বাচন বন্ধ করতে চায়। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যাতে নির্বাচনটা বন্ধ হয়ে যায়। কারণ তারা ভোটে জয়ী হতে পারবে না। আজকেই আমি চেয়েছিলাম ঐক্যের ডাক দিব। কিন্তু পারলাম না। আগামীতে আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় এ ছাড়া কোনো পথ নেই। বিএনপি প্রসঙ্গে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান বলেন, বিএনপি একটি মরণ কামড় দিবে। সামনের সময়টা কঠিন হবে। নারায়ণগঞ্জ তৈরি হতে থাকুন। আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ না তিনি বাংলাদেশের আগামী দিনের বাচ্চাদের আমাদের পরবর্তি প্রজন্মের সম্পদ। এই স্বপ্নকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। দলীয় সূত্র মতে, নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের রাজনীতি উত্তর দক্ষিন মেরুর দুই জনপ্রতিনিধির দলীয় ভাবে ব্যাপক প্রভাব বিস্তার রয়েছে। একই সাথে তাদের মাঝে কোন্দল রয়েছে। যা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আসলেই প্রকাশ্যে আসে। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সমর্থকদের উত্তর মেরু হিসেেেব চিনে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সাথে তাদের বিপরীতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অনুসারীদের দক্ষিন মেরু হিসেবে জানেন দলীয় নেতৃবৃন্দ। অভিযোগ রয়েছে ২০২২ সনের নাসিক নির্বাচনে সাংসদ শামীম ওসমান অনুসারীরা মেয়র আইভীকে নৌকা দেয়ার পরেও তার পক্ষে কাজ করেন নাই। আর তখন এই অভিযোগে নারায়গঞ্জে আওয়ামী লীগের একাধিক সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়। তার মাঝে সদ্য অনুষ্ঠিত হওয়া জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিও বিলুপ্ত করা হয়। এমনকি মহানগর ছাত্রলীগ, শ্রমিক লীগ কমিটিও বিলুপ্ত করা হয়। এছাড়া তখন নির্বাচনী প্রচারনায় বিভিন্ন বক্তব্যে মেয়র আইভী বলেছেন তার বিপক্ষ প্রার্থী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকার শামীম ওসমানের প্রার্থী। বিএনপির এই নেতাকে ক্ষমতাসীন দলের এমপি প্রার্থী করেছেন এমন অভিযোগও উঠেছেন। এছাড়া অভিযোগ রয়েছে নাসিক মেয়র আইভী যেন নৌকার মনোনয়ন না পায় এজন্য এক বছর আগে থেকে তার বিরুদ্ধে নানা ভাবে অপপ্রচার চালানো হয়। যদিও সকল ধরনের অপপ্রচারকে ছাড়িয়ে আইভীই নাসিক টানা তৃতীয় বারের মত নাসিক মেয়র হিসেবে নির্বাচিত হন। তাই আগামী নির্বাচনের আগে আইভীকে ইঙ্গিত করে ঐক্য চান বলে মনে করেন সচেতন রাজনৈতিক বোদ্ধমহল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তোলেন এখন তিনি ঐক্যচান কিন্তু নাসিক নির্বাচনের সময় কেন বিরোধীতা করেন। তখন দলীয় সভানেত্রীর নির্দেশনাকে উপেক্ষা করে গত নাসিক নির্বাচনের নৌকার প্রার্থী বিপক্ষ অবস্থান করেছে বলেও অভিযোগ রয়েছে। তখন নির্বাচনী প্রচারনায় এসে নাসিক নির্বাচনের দায়িত্বরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে এমপি হয়েছেন। আর সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করছেন। জীবিত থাকতে আগামীতে নৌকা পেতে দেব না। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান আগামী নির্বাচনের আগ মুহুর্তে এসে তিনি দলের মাঝে ঐক্যের ডাক দিয়েছেন। যা নিয়ে রীতিমত নানা প্রশ্ন তৈরী হয়েছে। এছাড়া দলীয় ভাবে অভিযোগ রয়েছে তার নির্বাচনী এলাকায় ঐক্য না থাকায় সাংগঠনিক ভাবে দল দূর্বল হয়ে রয়েছে। দীর্ঘ দিন যাবৎ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোন কমিটি হচ্ছে না। তৃনমূল নেতাকর্মীদের অভিযোগ ফতুল্লা সিদ্ধিরগঞ্জে দলীয় কোন্দলের কারনে এখানে কমিটি হচ্ছে না। তিনি নিজের এলাকায় ঐক্য তৈরী করতে ব্যর্থ হয়েছেন মনে করেন রাজনৈতিক বোদ্ধমহল। তাই আলোচনা হচ্ছে বিএনপিকে দমনের জন্য তার ঐক্যের ডাক কতটুকুই বা দলে সারা ফেলবে। যদিও ক্ষমতাসীন দলের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধমহলও মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে ঐক্যের বিকল্প নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা