আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | সন্ধ্যা ৬:৪৭

অনড় আ’লীগ-বিএনপি!

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২৩ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মাঝে সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ছাত্রলীগ নেতা রিয়াদের নেতৃত্বে মহানগর ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজিবে উপর নির্মম হামলা চালানো হয়েছে। এছাড়া সাংবাদিকরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকেও পেটানোর নির্দেশ দিয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে। ফলে এরই মাঝে রিয়াদের এই ধরনের তৎপরতার বিপক্ষে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ছাত্রলীগ নেতা রিয়াদ একজন সন্ত্রাসী। সে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী। এই সন্ত্রাসী এখন বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনকে অবিলম্বে এই সন্ত্রাসীকে এবং তার বাহিনীর সদস্যদেরকে গ্রেফতার করার জন্য আহ্বান জানাচ্ছি। অপরদিকে নারায়ণগঞ্জর সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পিটানোর হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আর মহানগর বিএনপি শহরে লাঠি মিছিল করেছে। ফলে নারায়ণগঞ্জের রাজনীতিতে এরই মাঝে চরম উত্তাপ ছড়িয়ে পরেছে। এদিকে সংসদ সদস্য শামীম ওসমান নিউইয়র্ক যাবার আগেই জেলা বিএনপির সভাপতির আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গরম বক্তৃতা দিয়ে গিয়েছেন। তখন গিয়াস উদ্দিনও শামীম ওসমানের বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছিলেন। ফলে আগে থেকেই উত্তপ্ত ছিলো রাজনীতির মাঠ। এখন ছাত্রদল নেতার উপর নির্মম হামলার পর এই উত্তাপ নতুন মাত্রা পেয়েছে বলে মনে করেন নারায়ণগঞ্জের সচতেন মহল। অপরদিকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এরই মাঝে আরো ঘোলাটে হয়ে উঠেছে। বিএনপি সহ বিরোধী দলগুলি এক দফার আন্দোলন নিয়ে মাঠে রয়েছে। বিরোধী দলগুলির দাবি হলো তারা তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, অন্যথায় তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। বিপরীতে সরকারের দাবি তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হািসনার অধিনেই নির্বাচন করবে। এভাবে অনড় অবস্থা নিয়েছে দুই বড় দল। অপরদিকে মাঝারি দলগুলির মাঝে জামাত এবং চরমোনাই বিএনপির সাথে একই ধরনের অবস্থান গ্রহণ করেছে। চরমোনাই নির্বাচকালীন জাতীয় সরকার চাইছে। আর জাতীয় পার্টি চাইছে সংলাপ এবং তারাও বলছে এই সরকারের অধীনে কোনো সুষ্টু নির্বাচন হবে না। যার ফলে নারায়ণগঞ্জ সহ সারা দেশেই রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর থেকে পুলিশ প্রশাসনের মাঝে এক ধরনের নিরপেক্ষতা ফিরে এসেছে। এখন পুলিশ আর আগের মতো ধরপাকর করছে না। কারণ পুলিশ প্রশাসনের প্রায় সব অফিসারই চায় পশ্চিমা দেশগুলিতে তাদের সন্তানদের রেখে পড়াতে। নিজেরাও এক সময় ওই সব দেশে গিয়ে বসবাস করার স্বপ্ন দেখে। তাই তারা কোনো মতেই এই ভিসা নীতির আওতায় পড়তে চাইছে না। তাই এরই মাঝে পুলিশ তাদের আগের সেই মারমুখী অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এই মুহুর্তে অনেকটাই মারমুখী হয়ে উঠেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ। তাই দিনে দিনে পরিস্থিতি আরো জটিল থেকে জটিল হচ্ছে বলেই মনে করেন নারায়ণগঞ্জের সচতেন মহল। অপরিদকে রূপগঞ্জেও একই অবস্থা বিরাজ করছে। সেখানেও বিএনপি নেতাকর্মীদের উপর এবং তাদের বাড়িঘরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের উপর হামলা করা হয়েছে। যুবলীগ নামধারী সন্ত্রাসীরা তার বাড়িতে ব্যাপক ভাংচুর করেছে। এবং তাদের জমি দখল করে সেখানে যুবলীগের অফিস নির্মান করেছে বলে অভিযোগ করা হয়েছে। ফলে বিপরীতে বিএনপির নেতাকর্মীদের ভেতরেও ক্ষোভ বিরাজ করছে। তাই যেকোনো সময় সেখানে বড় আকারে সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পরতে পারে বলে অনেকে ধারনা করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা