আজ শুক্রবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১ | ২৮ শাবান ১৪৪৬ | রাত ১০:৫৬

আন্দোলনে ঘি ঢালছে হেফাজত!

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতিতে উত্তপ্ততা বিরাজ করছে। এউত্তপ্ততায় এবার নতুন করে ঘি ঢেলেছে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ। বিএনপি সরকারের পদত্যাগের দাবী জানিয়ে প্রতিনিয়ত রাজপথে নেমে একদফা আন্দোলন করে যাচ্ছে। তাদের বিপরীতে বিএনপির আন্দোলনকে দমনের জন্য রাজপথে আওয়ামী লীগও রয়েছে। কেউ কাউকে মাঠে ছাড় দিচ্ছে না। সম্প্রতি নারায়ণগঞ্জে বিএনপির পাশাপাশি মামুনুল হক সহ সকল আলেমদের মুক্তির দাবীতে জেলা মহানগর ওলামা পরিষদ মাঠে নেমে হুঙ্কার দিচ্ছে। এই ওলামা পরিষদের নেতারাই আবার জেলা মহানগর হেফাজতের একই সাথে নারায়ণগঞ্জ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়ন নিয়ে সমালোচনা করেছেন। তাই নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগ হেফাজত বিএনপির মুখোমুখি হচ্ছে। সম্প্রতি হেফাজতের নেতারা আওয়ামী লীগকে নিয়ে হুঙ্কার দিচ্ছে। আবার আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানও মাঝে মাঝে তার জবাব দেন। নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান শামীম ওসমানের উন্নয়নের সমালোচনা করে বলেন, ফতুল্লা সিদ্ধিরগঞ্জে যান দেখেন মানুষ কিভাবে দুর্ভোগে আছেন। এত উন্নয়ন কোথায় আপনাদের। চাপাবাজি ছাড়া আর কিছু নাই। সামনে নির্বাচন তারা আমাদেরকে দুই ভাবে মাঠে নামাইতে চায়। তারা চায় আমরা রাজপথে নামি। আমেরিকা পশ্চিমারে দেখাইতে সুবিধা। তারা আমাদেরকে দেখিয়ে বলে এই দেখেন জঙ্গিরা মাঠে নাইমা গেছে। এই ভাবে তারা ১৪ পার হয়ে ১৮ পার হইছে। তাদেরকে আর এই ভাবে সামনে পার হতে দেয়া হবে না। আমরা যদি আমাদের কথা শুনেন তাহলে নির্বাচনের পরে পালাইতে হবে না। কিন্তু আমাদের কথা শুনতে যদি ব্যর্থ হন তাহলে নির্বাচনের পরে পালাইবারও জায়গা পাবেন না। স্বাধীন বিচার ব্যবস্থা নেই। দূর্নীতি দমন নিজেই টাকা খায়। আমাদের কেউ বিচার চাইলে বিচার পায়না। কিন্তু তাদের নামে কেউ কিছু বললে তা নিয়ে আদালত থেকে শুরু করে সর্বত্র হৈ চৈ শুরু হয়ে যায়। আওয়ামী লীগ স্বঘোষিত ভাবে ঘোষনা দেন মানুষ বিচার পাবে না আইনের শাসন পাবে না। এর পরে খেলা হবে দেখবো। জেলখানায় মাদকের গন্ধ। জেলখানায় মাদক যায় কিভাবে। ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেন, অতিদ্রুত ওলামাদের মুক্তি দিয়ে সুসম্পর্ক গড়ুন। আগামী দিনে ক্ষমতায় বসে থাকতে চান, আলেমদের সঙ্গে সুসম্পর্ক ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। আপনাদের মসনদ তছনছ হয়ে যাবে। আমি সবাইকে আহ্বান করব আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ তুমি এই জালেম সরকারকে হেদায়েত দাও অথবা এর পতন ঘটিয়ে দাও। এদিকে একদফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, মানুষ ন্যায় বিচারের জন্য আদালতে যায়। আপনারা সে আদালতকে বানিয়েছেন ক্যাঙারু আদালত। আপনি জনগণের সব অধিকার লুণ্ঠন করে ফেলেছেন। মানুষের ভোটের অধিকারসহ সব অধিকার লুণ্ঠন করেছেন।গুম-খুন করে সমাজটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি অর্থনীতিকে নষ্ট করে ফেলেছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান বিএনপিকে হুশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জ অচল করার মতো ক্ষমতা কারো নাই বলে মন্তব্য করেছেন। এরকম অনেক ঘোষণাই আসে। এগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি নারায়ণগঞ্জে কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। জামাত-বিএনপি ভয়ংকর কিছু করার চেষ্টা করছে। দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে, এই দেশটা আফগানিস্তান কিংবা সিরিয়ার চেয়ে খারাপ অবস্থা হবে। এমন কিছু করবেন না যাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। অশান্তি সৃষ্টি করার জন্য অনেক কিছু বলছেন। একটা কথা বলে দিতে চাই আমি শামীম ওসমান এখানকার সংসদ সদস্য। ২০০১ সনের পরে আমরা কারো উপর কোন আঘাত করি নাই। কেউ যদি মনে করেন আমাদের কোন নেতা কর্মীকে ক্ষতি করার চেষ্টা করবেন তাহলে মনে রাখবেন আপনাদের মাটির তল থেকে না মাটির নিচ থেকে বের করে নিয়ে আসবো। আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টা বাংলাদেশের জন্য একটা ক্রান্তিকাল। স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে, আমি তাদের কাছে বলতে চাই যুদ্ধের সময় আমাদের স্লোগান ছিলো বীর বাঙ্গালী ঐক্য গড়ো, বাংলাদেশ স্বাধীন করো। কিন্তু বর্তমানে আমাদের নতুন প্রজন্মের শ্লোগান হবে, বীর বাঙ্গালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো। নিশ্চিত থাকেন আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন। কেউ আমাদের হারাতে পারবে না। নারায়ণগঞ্জের রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে আলোচনা হচ্ছে ক্ষমতাসীন দলকে পদত্যাগের দাবী জানিয়ে জোরালো ভাবে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। কিন্তু সম্প্রতি মামুনুল হক সহ সকল আলেমদের মুক্তির দাবীতে রাজপথে নেমে ওলামা পরিষদ হুঙ্কার দিচ্ছে। একই সাথে কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছে। সেই সাথে আগামী নির্বাচনে ক্ষমতাসীন দল ক্ষমতায় আসতে পারবে না বলে হুঙ্কার দিচ্ছে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে আলোচনা হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ হেফাজত বিএনপির মুখোমুখি হচ্ছে। সেই সাথে ভোটের মাঠেও চাপে পরতে যাচ্ছেন। কোন ভাবে ফেয়ার নির্বাচন হলে তাদের জয়ী হওয়া নিয়ে গুঞ্জন উঠেছে রাজনীতিবিদদের মাঝে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা