আজ শনিবার | ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১ | ২৯ শাবান ১৪৪৬ | রাত ২:০০

সামনে বিএনপির অগ্নিপরীক্ষা!

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৩ | ১০:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নির্যাতন, হামলা-মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে ২০২২ সাল পার করেছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। আগামী বছরের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও আন্দোলন ইস্যুতে অগ্নিপরীক্ষায় রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। দাবি আদায়ের পূর্ব পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। পরিস্থিতি বুঝে কৌশল ও কর্মসূচিতেও আসবে পরিবর্তন এমনটাই জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। গত বছরের শেষের দিকে উত্তপ্ত ছিল রাজনৈতিক মাঠে। সেই তুলনায় চলতি বছর রাজনীতির মাঠ আরও বেশি উত্তপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন নিয়ে মাঠে থাকবে বিএনপি। ইতিমধ্যে সরকারের পতন ও সংসদ বিলুপ্তিসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় নির্দেশনায় যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করেছে বিরোধী দলগুলো। এনিয়ে সরকারের ওপর এই ধরনের চাপ ইতিমধ্যে তৈরি করেছে তারা। এই চাপ ক্ষমতাসীনদলের রাজনীতির গতিবিধিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মনে করছেন, ২০২৩ সাল তাদের জন্য কঠিন এক চ্যালেঞ্জের বছর। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলমান আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প দেখছেন না তারা। তারা বলছেন, আন্দোলন দমন করতে সরকার আরো কঠিন হবে- এতে কোনো সন্দেহ নেই। এটা মাথায় রেখেই চলমান আন্দোলনে রাজপথে থাকবে দলটি। বিশেষ করে সরকার বিরোধী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনের কোনো বিকল্প দেখছে না বিএনপি। কারণ এবার চলমান আন্দোলনে ব্যর্থ হলে নেতাকর্মীদের কঠিন মাশুল দিতে হবে।তারা মনে করেন, ক্ষমতাসীন দল মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। এক্ষেত্রে সক্রিয় নেতাদের গ্রেফতার করা হতে পারে। দলটির নেতাকর্মীরা বলছেন, আন্দোলন-সংগ্রাম সামনে রেখে আরো কৌশলী হবে বিএনপি। এরমধ্যে রয়েছে- চূড়ান্ত আন্দোলনের আগে গ্রেপ্তার এড়ানো ও নেতাকর্মীদের কারামুক্ত করা। নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করা এবং সদ্যঘোষিত ১০ দফা বাস্তবায়ন করা। সূত্র মতে, চূড়ান্ত আন্দোলন যাওয়ার পূর্বে দলীয় কোন্দল নিরসনের পাশাপাশি দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার মাধ্যমে দলীয় ঐক্য আরও মজবুত করবে বিএনপি। এসব বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ২০২৩ সাল শুধু আমাদের জন্য নয়, দেশের সব মানুষের জন্য চ্যালেঞ্জ। আমাদের প্রত্যাশা দেশের মানুষ এ বছর গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনবে। সরকার পতনের ১০ দফা বাস্তবায়নই নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ। এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দিকে মুক্ত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার ব্যবস্থা করা। মহানগর বিএনপির আহ্ববায়ক এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ২০২৩ সাল বিএনপির একার কোনো বিষয় নয়। এই চ্যালেঞ্জ বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ, বাংলাদেশের মানুষের অধিকারের চ্যালেঞ্জ, বাংলাদেশের মানুষের নিরাপত্তার চ্যালেঞ্জ, আইনের শাসনের চ্যালেঞ্জ, বাকস্বাধীনতার চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতার চ্যালেঞ্জ, টিকে থাকার চ্যালেঞ্জ। বিএনপির দায়িত্ব জনগণকে সাথে নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা বিএনপি করছে। দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, বাংলাদেশ একটি নির্বাচিত সরকার হবে, নাকি দখলদার সরকার থাকবে- এই চ্যালেঞ্জে বাংলাদেশকে জয়ী হতে হবে, বিএনপিকে নয়। আমরা নিশ্চিত বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে তখনই জয় হয়েছে। এবারও তারা জয়ী হবে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, বিএনপি ১০ দফা দাবি আদায়ের যে আন্দোলনে রয়েছে এরমধ্যে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নেতাকর্মীদের মুক্তি- সব মিলিয়ে বিএনপির জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই এসব আদায় করতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তা না হলে গণআন্দোলনের মাধ্যমে সরাতে হবে। বিএনপির বিভাগীয় কর্মসূচি ও গণমিছিলে নেতাকর্মীদের যে অংশগ্রহণ, মানুষের যে সমর্থন, এটা যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হবো এবং দাবিগুলো আদায় করতে সক্ষম হবো




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা