আজ শনিবার | ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১ | ২৯ শাবান ১৪৪৬ | সকাল ৬:২১

বিদ্রোহীদের আক্রোশে তান্ডব!

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৩ | ১০:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জের রাজনীতি ততই উত্তপ্ত হয়ে উঠছে। দলীয় বিভেদ মাথাচাড়া দিয়ে উঠছে। রাজণৈতিক কর্মসূচী নিয়ে মাঠে অবস্থান নিয়েছে মাঠের প্রধান বিরোধীদল বিএনপি। অপরদিকে আন্দোলনের নামে নাশকতা প্রতিরোধে শান্তি সমাবেশ নিয়ে মাঠে অবস্থান নিয়েছে ক্ষমতাসীনদলসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে, বিএনপির আন্দোলন কর্মসূচীতে ক্ষমতাসীনদলের পাশাপাশি নিজ দলের হামলার স্বীকার হচ্ছে বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘদীন যাবত বিএনপির সরকার বিরোধী কর্মসূচী পালনকালে দলীয়শৃংখলা বজায় থাকলে গতকালকের মহানগর বিএনপির কর্মসূচীতে পদবঞ্চিত নেতাকর্মীদের হামলার কারনে আবারো বিএনপির দলীয় কোন্দলের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। সার্বিক দিক বিবেচনায় নারায়ণগঞ্জ বিএনপির সরকার বিরোধী আন্দোলন আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। সূত্রমতে, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির কালো পতাকা মিছিলে যুবদলের পদপ্রত্যাশী মাজহারুল ইসলাম জোসেফের অনুসারী নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এতে সংবাদকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। মহানগর যুবদলে প্রধান পদপ্রত্যাশী ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ। তিনি পদ না পাওয়ায় তার অনুসারীরা মহানগর বিএনপির কর্মসূচিতে লাঠি-সোটা হাতে হামলা করেন। ভাঙচুর করেন সড়কে থাকা কয়েকটি যানবাহন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ‘বিকেলে প্রেস ক্লাবের সামনে বিএনপির কর্মসূচি ছিল। সেখানে নেতা-কর্মীরা কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে জড়ো হয়েছিলেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে মারামারির ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। কয়েকটি যানবাহনেও তারা ভাঙচুর করেন। পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি বলে জানান ওসি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। জোসেফ বলেন, আমি সভাপতি বা আহ্বায়ক পদ প্রত্যাশা করেছিলাম। আমি পদ পাইনি বলে আমার অনুসারী কর্মীরা উত্তেজিত হয়ে হামলা করেছেন। মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির কর্মসূচি পন্ড করতে সরকারি দলের ইন্ধনে এ হামলার হয়েছে। যারা হামলা চালিয়েছে তারা সরকারী দলের এজেন্ট। সরকারী দলের নির্দেশে তারা আমাদের কর্মসূচিতে হামলা চালিয়েছে। কিন্তু হামলা চালিয়ে তারা আমাদের কর্মসূচি ব্যর্থ করতে পারেনি। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিঁপু বলেন, সরকারী দলের লোকজন আমাদের উপর হামলা চালিয়ে সরকার বিরোধী আন্দোলন নসাৎ করার অপচেষ্টা চালিয়েছে। নারায়নগঞ্জের রাজপথ বিএনপির দখলে রয়েছে বলে তিনি দাবি করে বলেন, যত বাধাই আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবো। প্রসঙ্গত, আর মাত্র কয়েকমাস বাকি দ্বাদশ জাতীয় নির্বাচনের। নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনায় একের পর এক আন্দলন চালিয়ে যাচ্ছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে, বিএনপি জামায়াত শিবিরের আন্দোলনের নামে অরাজকতা প্রতিরোধে শান্ত মিছিল নিয়ে মাঠে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনকে সামনে রেখে মাঠের প্রধান বিরোধীদল বিএনপি এবং আওয়ামীলীগের রাজনীতিতে যখনই উত্তেজনা বিরাজ করছে ঠিক সে মুহুর্তে বিএনপির মধ্যে দলীয় কোন্দলের বিষয়টি প্রকাশ্যে চলে আসায় তাদের মধ্যে আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগ মুহুর্তে দলীয় কোন্দল নিরসন করা সম্ভব না হলে এর প্রভাব নির্বাচনে পড়ার শংকা করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ কভারেজ করতে গিয়ে সময় টিভির ক্যামেরাপার্সন আরিফ ও ৭১ টিভির উল্লাস আহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা