আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:০৮
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

জায়েদের ভেতরে কোনো অহংকার নেই, বললেন সায়ন্তিকা

ডান্ডিবার্তা | ০৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৩ পূর্বাহ্ণ

জায়েদ খানকে কো-আর্টিস্ট হিসেবে কেমন? এমন প্রশ্নে খুব সাবলীলভাবেই টলি তারকা সায়ন্তীকা বললেন, ‘ভীষণ ভালো। খুবই কো অপারেটিভ একজন। ওর ভেতরে কোনো অহঙ্কার নেই। খুব রেসপেক্ট দিতে জানে।’

এদিকে জায়েদ খান দীর্ঘদিন আটকে ছিলেন শিল্পী সমিতির নানা কোন্দলযুক্ত আলোচনায়। তখন সকলেই প্রশ্ন করেছিল যে, আপনি তো সিনেমার পর্দায় পাওয়া যায় না। আপনাকে দেখি শুধু এইসব নেতাগিরিতেই। কেউ কেউ তাকে ‘বেকার শিল্পী’ হিসেবেও ট্রল করেছে। ঠিক এসব বাঁকা কথা শুনতে শুনতেই বোধকরি, এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে ফেললেন জায়েদ।

জায়েদ বলেন, ‘দেখুন, আমি যখন যে কাজটি করেছি, মন দিয়ে সততার সাথে করার চেষ্টা করেছি। আমার এর আগের ছবিগুলোতে পরিচালক আমাকে যা যা করতে বলেছেন। যেভাবে করতে বলেছেন তাই করেছি। আমারও লিমিটেশন আছে। সবারই থাকে। কিন্তু আমার চেষ্টাতে কোনো ভুল নেই। সেসময় আমি স্পষ্ট বলেছি। যে সংগঠনকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, যে রাতদিন ওটা নিয়েই ভেবেছি। এখন তো একের পর এক ছবি সাইন করছি। শুটিং করছি। সিনেমার একটা দারুণ জোয়ার এসেছে। আমার ছবিগুলো এ সময় রিলিজ হবে। দারুণ কিছু হবে বলে আমার বিশ্বাস।’

সায়ন্তিকা কী এই ছবির আগে জায়েদ খানকে চিনতেন? তিনি বললেন, ‘অনেককেই চিনতাম। এখন তো সবকিছুই সেলফোনের নোটিফিকেশনে চলে আসে। তবে পরিচয় তো সবার সাথে থাকে না। এর আগে যেমন শাকিব খানের সাথে পরিচয় হয়েছে। এবার যখন অফার এলো, জায়েদ খানের ব্যাপারে, আমি তার ছবির লুক, গল্প দেখলাম। প্রডাকশন টিমের সাথে কথা বলে ভালো লাগলো, রাজি হয়ে গেলাম।’

উল্লেখ্য, কলকাতার নায়িকা সায়ন্তিকাকে নিয়ে ‘ছায়াবাজ’ নামে একটি সিনেমার অনেকটা শেষ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই ছবির মাধ্যম প্রথমবার জায়েদ-সায়ন্তিকা জুটি হয়েছেন। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করে আজ ঢাকায় ফিরেন জায়েদ খান। তার সঙ্গে ফিরেন সায়ন্তিকাও। বিকেল সাড়ে তিনটায় বিমান বন্দরে তাদের জন্য ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হন পরিচালক কামরুজ্জামান রুমান। চুক্তি করান নতুন সিনেমায়। মানে এক সিনেমার শুটিং শেষ হতে না হতেই জায়েদ খানের বিপরীতে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সায়ন্তিকা!

সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। পরিচালক বলেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে কদিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলাম। ছবিটির প্রথম লটের শুটিং শেষ করে উভয় আজ ঢাকায় ফিরেন। সায়ন্তিকাও কলকাতায় চলে যাবেন। তার আগে বিমানবন্দরেই তাকে চুক্তি সাক্ষর করাই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করবো। ৫ দিনের শুটিং বাংলাদেশে করার পর বাকি অংশের শুটিং হবে লন্ডনে।’ নতুন এই সিনেমার নাম ‘টাইগার’। পরিচালক জানিয়েছেন অ্যাকশন থ্রিলার গল্পের ছবি এটি। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা