আজ রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ১২ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৭:৩৩

আড়াইহাজারে চিকিৎসকের ওপর ছাত্রলীগের হামলা

ডান্ডিবার্তা | ১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে সরকারি হাসপাতালে রোগি দেখতে দেরি করাকে কেন্দ্র করে জরুরী বিভাগের চিকিৎসক ও সহযোগির ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মোটর সাইকেল যোগে ২০/২৫ জন নেতাকর্মী হাসপাতালে মহড়া দিয়ে প্রবেশ করলে মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। রোগী ও স্বজনরা ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকালে ৫০ শয্যাবিশিষ্ট আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার বিকাল তিনটার দিকে সরকারি সফর আলী কলেজের ভিপি মাহদী হাসান রিফাত দূর্ঘটনার শিকার একটি শিশুকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সাইফুল ইসলাম ও সহযোগি টুটুল মিয়া অন্য একটি রোগিকে চিকিৎসা সেবায় ব্যস্ত ছিল। মাহাদী তার রোগিকে দেখার জন্য বললে তারা চিকিৎসারত রোগির সেবা শেষ করে দেখার কথা বললে এ নিতে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে ভিপি মাহদী ফোন করে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত হাসপাতালে আসতে বলে। মুহুর্তের মধ্যে ২০/২৫ জন ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল যোগের মহড়া দিয়ে হাসপাতালে প্রবেশ করে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সাইফুল ইসলাম ও সহযোগি টুটুল মিয়ার ওপর হামলা চালিয়ে বেদম মারধর করতে থাকেন। এক পর্যায়ে নিজেদের রক্ষার্তে হাসপাতালের টয়লেটে আশ্রয় নেয় তারা। পরে আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন তাদের উদ্ধার করে। এ ঘটনায় হাসপাতালের কর্মরত চিকিৎসকদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। জরুরী বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, তারা কথা বলেই আমাদের মারতে শুরু করে। এ বিষয়ে ডা. আশরাফুল ইসলাম কথা বলতে রাজি হননি। সরকারি সফর আলী কলেজের ভিপি মাহদী হাসান রিফাত বলেন, হাসপাতালের লোকজন আমাকে মারধর করেছে। প্রসঙ্গত: এর আগে গত সপ্তাহে এসিল্যান্ড অফিসে হামলা করে ভিপি মাহদী। তাছাড়াও সাবেক ভিপি রাজু চাঁদার দাবীতে সাব রেজিস্ট্রার অফিসে হামলা করে সাব রেজিস্ট্রিরের সহকারী হাফিজের মোবাইল ছিনিয়ে নেয়। এই সময়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকারী জায়গা নিয়ে তার চাচার উপর হামলা করে। হঠাৎ ছাত্রলীগ বোপোরোয়া হয়ে উঠার কারণে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েছে। যেন আইন শৃংখলা নিয়ন্ত্রনের বাহিরে চলে গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা