আজ রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ১২ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:৪৬

রাজপথে নেই মহানগর কৃষক দল

ডান্ডিবার্তা | ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট কেন্দ্রীয় ঘোষিত প্রথম কর্মসূচিতেই নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের অনুপস্থিতি দেখা গেছে। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেখা মিললেও এদিন তাদের দেখা মিলেনি। এক্ষেত্রে মহানগর কৃষক দলের নেতাদের বক্তব্য হচ্ছে; তাদেরকে বলা হয়নি। যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মসূচিতে উপস্থিত থাকা সম্ভব হয়নি। জানা যায়, ‘অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ সরকারের’ বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ছিল সমাবেশ ও লিফলেট বিতরণ। আর এই কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সেই সাথে সমাবেশ শেষে শহরে লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। একই সাথে এই কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশাল শোডাউনের দেখা মিলে। কিন্তু সেই কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের কোনো নেতা কর্মীদের দেখা মিলেনি। অথচ তাদের জন্য এ কর্মসূচিই ছিল প্রথম কর্মসূচি। সেই সাথে একদিন আগেই তারা মহানগর কৃষক দলের দায়িত্ব পেয়েছেন। কিন্তু সেই কর্মসূচিতে তারা উপস্থিত হতে পারেননি। তবে এ বিষয়ে মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদ রশিদুর রহমা রুশো বলেন, আমাদের জন্য এই কর্মসূচি প্রথম ছিল। সে লক্ষ্যে বিশাল শোডাউনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। আমরা মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বলেছি যে কোনো কর্মসূচিতে আমাদের ডাকবেন। আমরা সর্বাত্মকভাবে উপস্থিত থাকবো। কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের বলা হয়নি। যার কারণে আমরা যেতে পারেনি। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এনামুল খন্দকার স্বপনকে সভাপতি ও মো. রশিদুর রহমান রশুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সেই সাথে কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল কবির নাহিদ, সহ সভাপতি পদে ফিরোজ আহম্মেদ, আক্তার হোসেন সবুজ ও মাহবুব হাসান জুলহাস, যুগ্ম সাধারণ সম্পাদদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক পদে মো. আল-আমিন খান এবং দফতর সম্পাদক পদে রয়েছেন শওকত খন্দকার। তাদের এই কমিটি ঘোষণার পর নেতারা সকলে মিলে অভিভাবক মূলদল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সাক্ষাৎ করেন। নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারই অংশ হিসেবে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সাথে সাক্ষাৎ করতে চাইলে তিনি পাল্টা প্রতিক্রিয়া দেখান। এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুল দিতে গেলে তিনিও টিপুর ভয়ে ফুল নেয়ার সাহস করতে পারেনি। ফুলের শুভেচ্ছা গ্রহণ করলেও সেটার ছবি তুলতে পারেননি। তবে সে সময় মহানগর কৃষক দলের নেতারা বলে আসছিলেন যে কোনো কর্মসূচিকে উপলক্ষে তাদের নির্দেশনা দিলে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত রয়েছেন। কিন্তু মহানগরের এই লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে মহানগর কৃষক দলের নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা