আজ শনিবার | ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১ | ২৯ শাবান ১৪৪৬ | বিকাল ৩:২৬

পল্টিবাজ তৈমূর এখন তৃনমূলে

ডান্ডিবার্তা | ১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অবশেষে বিএনপির বহিষ্কৃত নেতা এড.তৈমুর আলম খন্দকার তৃনমূল বিএনপির রাজনীতিতে যোগ দিচ্ছেন। বহিষ্কৃত হওয়ার পরও অতীতে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারের তৃনমূল বিএনপিতে যোগদানের ঘোষনার পর থেকে তার কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এদিকে বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকারের এমন সিদ্ধান্তে রাজনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মহানগর বিএনপি নেতা ও আপন ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এটি নিশ্চিত করেছেন খোরশেদ নিজেই। তৈমূর আলম খন্দাকারের দল বদল এটা নতুন নয়। স্বাধীনতার পর প্রয়াত আওয়ামীলীগ নেতা আলী আহাম্মদ চুনকার শীষ্য হিসাবে আওয়ামী ঘরানার সাথে ছিলেন। এক সময় খালেদা জিয়ার বিরুদ্ধে তার সপ্তাহিক পত্রিকায় আপত্তিকর শিরোনামে সংবাদ প্রকাশ করে গ্রেফতার হন। জামাতে সাথে তৈমূর আলম খন্দকারের গভীর সখ্যতা ছিল বলে গুঞ্জন রয়েছে। সূত্রমতে, বিএনপির বহিষ্কৃত নেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমূর আলম খন্দকার শেষ পর্যন্ত বিএনপির সাবেক নেতা প্রয়াত নাজমুল হুদার তৃনমুল বিএনপিতে যোগ দিচ্ছেন বলে গুন্জন শোনা যাচ্ছে। আজ মঙ্গলবার তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির সাবেক নেতা প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত দলটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল করবে। কাউন্সিলে বিএনপির সাবেক, বহিষ্কৃত ও নিষ্ক্রিয় একঝাঁক নেতা আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও আলোচিত এড. তৈমূর আলম খন্দকার রয়েছেন। তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা গণমাধ্যমকে বলেন, আমাদের দলে শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার যোগ দিচ্ছেন। তারা ভালো পদে থাকবেন বলে আশা করি। দলের গঠনতন্ত্রে চেয়ারম্যানের পাশাপাশি কো-চেয়ারম্যানের পদ থাকছে। অন্তরা বলেন, বিএনপিকে ভাঙার কোনো ইচ্ছা আমাদের নেই। আর যারা যোগ দেবেন তারা বিএনপির কোনো পদে নেই। কাউন্সিলে আরও চমক আছে। আরও অনেকে যোগ দেবেন। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। তবে নির্বাচনের সব প্রস্তুতি দলের রয়েছে তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিলে যে আমরা সরকারের দালাল হয়ে যাব, এটা তো ঠিক নয়। কোনো জোটে আমরা যাব কি না, সেটি ঠিক হয়নি। এ প্রসঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত তৈমূর আলম খন্দকার সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপি আমাকে দেড় বছর ধরে বহিষ্কার করে রেখেছে। আমি তো দল ছাড়িনি। একজন বহিষ্কৃত লোক কত বছর একটা পতাকা টেনে নিতে পারে? এখন আমার পরিচয় কী? মারা গেলে আমার পরিচয় কী হবে? কোন ব্যানারে আমি বক্তব্য দেব। আমার জন্ম তো রাজপথে। যেহেতু বিএনপি আমাকে বহিষ্কার করেছে, সেহেতু আমাকে এখন তৃণমূল বিএনপিকে আঁকড়ে ধরে থাকতে হবে। আমি সেখানেই যাচ্ছি। আশা করি শীর্ষ পদেই থাকব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মতো একটা বড় দলকে কেউ ভাঙতে পারে? এমন চিন্তা আমার নেই। নাম প্রকাশ না করার শর্তে তৃণমূল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা গণমাধ্যমকে জানান, দলের সিদ্ধান্ত সম্পর্কে তারাও ঠিকভাবে জানেন না। একটি রাজনৈতিক মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সবকিছু হচ্ছে। কাউন্সিলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির নামের সঙ্গে মিল থাকা তৃণমূল বিএনপিতে নতুন চমক থাকছে। দলটির শীর্ষ দুই পদে আসতে যাচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) তৈমূর আলম খন্দকার। শুধু তারা নয়, পর্যায়ক্রমে বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং নিজ থেকে ছেড়ে দেওয়া নেতারাও যোগ দেবেন। এ তালিকায় বহিষ্কৃত বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ-সদস্য উকিল আবদুস সাত্তারও আছেন ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার কথা জানানো হয়। দলটির নির্বাচনি প্রতীক ‘সোনালী আঁশ’। নাজমুল হুদার মৃত্যুর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রয়েছেন তার মেয়ে অন্তরা হুদা। এদিকে, বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক আহবায়ক তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ যাচ্ছেন। তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন তার পরিবার। গতকাল সোমবার সন্ধ্যার দিকে তার পরিরবারের পক্ষ থেকে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুর রহমান খন্দকার খোরশেদ এক বিবৃতিতে জানান, আমাদের পরিবারের একমাত্র ভরসাস্থল ও নীতি নির্ধারক তৈমুর আলম খন্দকার। তবে তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সাথে আমরা একমত নই। বিবৃতিতে তিনি আরও ববলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি মহাসমুদ্র। এই মহাসমুদ্রে আমার মত নগন্য একজনের থাকা না থাকায় কিছু আসে যায় না। তবুও বলতে চাই আমৃত্যু আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতেই থাকতে চাই।হয়তো আর কোনদিন দলের কোন পদ পদবী পাবো না, এখনো প্রথমিক সদস্য ব্যাতীত কোন পদে আমি নেই। তবুও দলের সাধারণ সদস্য হিসাবে, একজন কর্মী হিসাবে কাজ করে যাব।বিএনপি যদি আমাকে বহিষ্কারও করে তবুও আমি ধানের শীষের একজন ভোটার, বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী ও শুভাকাঙ্খী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থাশীল ও দলের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাকে ভালবাসেন এমন নেতাকর্মীদের ও নারায়ণগঞ্জবাসীকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান রইলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা