আজ সোমবার | ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১ | ২ রমজান ১৪৪৬ | রাত ২:৩০

আ’লীগের পোড় খাওয়ারা রাজপথে!

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৩ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে বিভিন্ন পদ-পদবী ও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার প্রতিযোগীতা থাকলেও রাজনীতির সঠিক চর্চা নেই। স্থানীয় নির্বাচনগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার হতে ক্ষমতাসীন দলের নেতারা প্রভাব বিস্তার করারও অভিযোগ রয়েছে। অনেকে প্রভাব বিস্তার করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানও নির্বাচিত হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি ঘোষনার গুঞ্জন উঠলেই কতিপয় নেতারা পদ দখলের চেষ্টায় মাঠে নামেন। পাশাপাশি শহরে বিশাল বিশাল শো-ডাউন করতেও দেখা যায়। কিন্তু রাজনীতির সঠিক নীতিতে নেই নারায়ণগঞ্জের নেতারা। রাজনীতি সাধারণ মানুষের কল্যানের জন্য হলেও বর্তমানে তা ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভাগ্য পরিবর্তনের জন্য এখন প্রধান উপায় রাজনীতি। বিশেষ করে টানা তৃতীয়বারের মত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় অন্যান্য দলের নেতারাও এখন ভাগ্য পরিবর্তন করতে আওয়ামীলীগে যোগদান করছেন। যেমনটা দেখা গেছে, কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল আলম সেন্টু। তিনি নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু ভাগ্য পরিবর্তনের আশায় আওয়ামীলীগে যোগদান করেছেন। অভিযোগে রয়েছে, ইউপি নির্বাচনে অনেক এলাকায় দলের ত্যাগীদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে স্বার্থবাজদের হাতে নৌকা প্রতীক তুলে দেয়া হয়েছে। এমনকি এক সময় বিএনপির রাজনীতিতে ভূমিকা পালন করে থাকা মনিরুল আলম সেন্টু আওয়ামীলীগে যোগদারেনর পর থেকে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ কোনঠাসা হয়ে পড়েছে। এদিকে টানা তৃতীয়বারের মত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের অনেক সুবিধাবাদি নেতাই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। দলের পদ-পদবীর দাপটে নিজের ভাগ্যের পরিবর্তন করলেও সাধারণ মানুষের পাশে নেই নেতারা। জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামীলীগ সরকার। অথচ এখনো ক্ষমতার স্বাদ থেকে তারা বঞ্চিত এমনটাই অভিযোগ মাঠ পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের। তাদের অভিযোগ আওয়ামীলীগ ক্ষমতায় আছে টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে। এই সময়ে বিভিন্ন পাড়া মহল্লার হাতেগুনা পদ-পদবীধারী কিছু নেতার ভাগ্য পরিবর্তন ছাড়া তাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। দেওভোগের আওয়ামীলীগের একজন মাঠ পর্যায়ের শীর্ষ ত্যাগী নেতা ক্ষোভের সাথে বলেন, অন্য এলাকার মত দেওভোগেও হাতেগুনা কয়েকটি পরিবার গত দশ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। কিন্তু দলে এদের তেমন কোন অবদান নেই বলে তিনি দাবি করে বলেন, আওয়ামীলীগের কোন্দলের সুযোগে হাতেগুনা কিছু পদ পদবীধারী নেতার পাশাপাশি বিশেষ পেশার কিছু কিছু ব্যক্তিও নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে। আবার অনেকে সামান্য বেকার থেকে এখন নারায়ণগঞ্জের বিত্তশালী হওয়ার পাশাপাশি দলের শীর্ষপদ বাগিয়ে নিয়েছে। অথচ ক্ষমতাসীন দলের নেতারা কর্মীদের ব্যবহার করে দলে শীর্ষপদ যেমন হাসিল করেছে তেমনই তাদের ভাগ্যেরও পরিবর্তন ঘটেছে রাতারাতি। অথচ দলে এদের তেমন কোন অবদান নেই বললেই চলে। নারায়ণগঞ্জে এমন অনেক পরিবার রয়েছে যাদের গোটা পরিবারই ক্ষমতার স্বাদ ভোগ করে চলেছে। এঅবস্থা শুধু আওয়ামীলীগের কতিপয় নেতার ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং বিভিন্ন শ্রেনী পেশার সাথে জড়িত তোষামোদকারীরা এখন রিক্সা ছেড়ে দাড়ি গাড়ি হাকায়। অথচ টানা তের বছর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও দলের ত্যাগী নেতাকর্মীরা এখনো ক্ষমতার স্বাদ গ্রহন করার সুযোগ পায়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা