আজ মঙ্গলবার | ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ৩ রমজান ১৪৪৬ | সকাল ৭:০৫

সংঘাতের পথে নারায়ণগঞ্জ

ডান্ডিবার্তা | ৩০ অক্টোবর, ২০২৩ | ১০:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজনীতিতে উত্তপ্ততা বিরাজ করছে। একের পর এক কর্মসূচীর মাধ্যমে রাজপথ দখলে নেমেছে জেলার প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিএনপির আকষ্মিক ডাকা হরতালে জেলার বিএনপি নেতৃবৃন্দ তেমন একটা সফলতার আলো দেখতে না পেলেও শহর এবং আড়াইহাজারে পুলিশ এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে কেন্দ্রীয় বিএনপির আন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ গুলিবিদ্ধ হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়াও জেলার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ,বন্দরে হরতালের কোন প্রভাব পড়তে দেখা যায়নি। প্রতিদিনের মতই স্বাভাবিক ভাবেই অতিবাহিত হয়েছে। অপরদিকে, বিএনপির ডাকা হরতাল প্রতিরোধে রাজপথে অবস্থান করতে দেখা গেছে ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দকে। গতকাল সকালে শহরের ২নং রেলগাইট এলাকায় অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ের সামনে জেলা ও শহর আওয়ামীলীগের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিলসহ দলীয় কার্য্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। অপরদিকে, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর নেতৃত্বে ফতুল্লার পঞ্চবটি এলাকায় আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থানসহ দলীয় নেতৃবৃন্দ ফতুল্লার বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী মিছিল করেন। এছাড়াও হরতালে জনগনের যানমালের নিরাপত্তা রক্ষার্থে জেলার বিভিন্নস্থানে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে। সার্বিক দিকে বিবেচনায় নির্বাচনের আগ মুহুর্তে রাজনৈতিক দলগুলোর এমন কর্মকান্ডে সংঘাতের পথে ধাবিত হচ্ছে নারায়ণগঞ্জ এমনটাই মনে করছেন নারায়ণগঞ্জের সাধারন মানুষ। সূত্রমতে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেন বিএনপি। গত শনিবার বিকেলে দলটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই নারায়ণগঞ্জ বিএনপি হরতালের সমর্থনে জেলার বিভিন্নস্থানে অব্স্থান করেন। সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ দাবি করেন। নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের পেছনে বালুরমাঠ রেলগেট থেকে বিএনপির একটি মিছিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। বিএনপিকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। রোববার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা চলে। পরে পুলিশের রাবার বুলেটের কাছে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, মহানগর যুবদলের নেতা ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন।পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান বলেন, ‘প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও হরতাল সমর্থনে আড়াইহাজারে ঢাকা- সিলেট মহাসড়কে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মিছিল বের করেন আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা – সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে ক্ষিপ্ত হয়ে নেতা কর্মীরাই ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ ও রাবার বুলেট টিয়ার্সের নিক্ষেপ করে। এসময়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বান্টি বাজার থেকে পাচরুখী পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের ঘটনায় প্রায় এক ঘন্টা ঢাকা- সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে পুলিশের ছড়া গুলিতে গুলিবিদ্ধ হন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ খান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুবদল নেতা মুছা সিরাজী, মীর মেহেদী হাসানসহ অন্তত ১৫ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আহত হয়। এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, হরতাল সমর্থনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ ডিয়ার সেল গুলি করে। এসময় গুলিবিদ্ধ সহ কমপক্ষে ১৫ জন নেতাকর্মী নেতাকর্মী আহত হয়েছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ডিবি তরিকুল ইসলাম জানান, আড়াইহাজার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপি বিক্ষোভ মিছিল করে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে সব তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। হরতাল সমর্থনে নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকাল সাড়ে ৭টার দিকে শহরের কালিরবাজার এলাকায় ৩০ জনের একটি ঝটিকা মিছিল শেষে দ্রুত চলে যান তারা। মিছিলে নারায়ে তাকবির আল্লাহু আকবরসহ নানা স্লোগান দেন তারা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, খবর শুনেছি মিছিলের। পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়াও বিএনপির হরতালের বিরোধে অবস্থান নিতে দেখা গেছে জেলা ও শহর আওয়ামীলীগসহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীকে। দলীয় নেতৃবৃন্দ জেলা ও শহর এবং ফতুল্লার বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা