আজ মঙ্গলবার | ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ৩ রমজান ১৪৪৬ | সকাল ৭:০০

মামলায় কাবু না’গঞ্জ বিএনপি!

ডান্ডিবার্তা | ৩১ অক্টোবর, ২০২৩ | ৯:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গত রবিবার হরতালে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে সহিংতার ঘটনায় সাড়ে ৩শ’ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। এর মধ্যে ঢাকায় পুলিশ হত্যা মামলায় নারায়ণগঞ্জের ৬জনকে আসামী করা হয়েছে। জেলা ও মহানগর বিএনপি যুবদল ও তাঁতী দলের ৬ নেতাকে ঢাকার পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যার ঘটনায় মামলা করা হয়। গত রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। মামলায় তার নাম দুইবার উল্লেখ করা হয়েছে। একবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আরেকবার জেলা যুবদলের সভাপতি হিসেবে। গোলাম ফারুক খোকনসহ বাকি আসামিরা হলেন-কেন্দ্রীয় যুবদলের সদস্য মমতাজউদ্দিন মন্তু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক ও জেলা বিএনপি নেতা মিন্টু। এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান আসামি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, একেবারে গোঁজামিল ও সাজানো ঘটনা এটি, তা মামলায় স্পষ্ট। এখানে বিএনপি নেতাদের আসামি করা হয়েছে বিএনপির আন্দোলন দমাতে ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে। রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৪ জনের নামে মামলা করেছেন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক। গত রোববার রাতে রূপগঞ্জ থানায় এ মামলা করেন তিনি। মামলায় অভিযুক্তরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির (৬০), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু (৪৫), জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন (৫০), শফিকুল ভুঁইয়া (৪৮), মো. লিটন সরকার (৫৫), আসাদুজ্জামান ফকির (৪০), শামীম মিয়া (৪৩), রুবেল মিয়া (৪০), শাহীন আকন্দ (৩৮), রাসেল ভুঁইয়া (৩৫), আনিসুর রহমান (২৬), মো. ফিরোজ প্রধান (৫০), মো. আরজু ভুঁইয়া (৪০), মো. সানোয়ার খান (৩৫), ওসমান (৪০), মনির হোসেন (৩৫), আফজাল কবির (৫৫), পিন্টু (৬০), মনির হোসেন (৪০), কাশেম (৩৬), তারেক (৩২), দেলোয়ার হোসেন ঝন্টু (৩৫), প্রিন্স (৩০), আব্দুস সামাদ (৩৪), আশরাফুল হক রিপন (৪২), মো. নাহিদ (৩০), রফিকুল ইসলাম (৩৫), মো. সামসুল (৪৮), শিপলু মিয়া (৩২), রাজিব (৩৫), মো. সারোয়ার সজীব (৪০), কোহিনুর আলম (৫৫), দানিস (৪০), মিখুন ভূইয়া (ও১), রিফাত মিয়া (৩১), এম এ হালিম (৫০), মো. হারুন অর রশিদ মিয়াজী (৬৫), মো. শামীম (৪০), মো. আলমগীর (৪৫), মো. মনির (৩৮), মো. জাকির হোসেন (৪৫), মো. মামুন (৪০), মো. সোহেন (৩৬), মো. আব্দুল হানিফ (৪০), মো. গোলজার হোসেন (৫৫), মো. আজিম (৩৬), আজিজ মাস্টার (৫৮), সাইফুল ইসলাম সমর (৪০), মো. মোস্তফা (৪৮), মো. মোর্শেদ ভূইয়া (৪৫), মাে. খােকন মিয়া (৩৭), দেলোয়ার মিয়া (৪৩), আনোয়ার মিয়া, জাহাঙ্গীর মিয়া (৪৩), জসিম মিয়া (৩২), মোফাজ্জল (৪৫), জীবন বাবু (৪৫), বজলু মিয়া (৫২), আশরাফুল (২৮), নবী (৪২), সৈকত (১৮), নুরু মিয়া (৩২), ছাত্তার (৩৫), শাহীন (৩০), জাকির হাজী (৪০), রাকিব (২৪), সায়েম (২৪), সালেহ আহমেদ (৩০), মো. আলমগীর (৩৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (৪৮)। এদিকে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পোড়ানোর মামলায় মো. মনিরকে (৩৮) নামে জেলে থাকা এক বিএনপি কর্মীকেও অভিযুক্ত করা হয়েছে। তিনি মামলার ৪২ নম্বর আসামি করা হয় মো. মনিরকে। মামলার বাদী ছাত্রলীগ নেতা আবু বক্কর মামলার এজাহারে দাবি করেন, গত শনিবার রাতে মনিরসহ অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা করে আবু বক্করের মোটরসাইকেল পুড়িয়ে দেন। এদিকে গত ২৭ অক্টোবর মনিরকে আটক করে পুলিশ। পরে ঢাকার ওয়ারী থানার ২০২২ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে মনির ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বলে জানা গেছে। কারাবন্দি থাকা অবস্থায় ২৮ অক্টোবর রাতে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেল পোড়ানোর ঘটনার মামলায় অভিযুক্ত হন তিনি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭ অক্টোবর গ্রেপ্তার করা হয় মনিরকে। ওয়ারী থানার মামলায় বর্তমানে তিনি ঢাকায় কারাবন্দি আছেন। কারাবন্দি থাকা অবস্থায় তিনি কীভাবে মোটরসাইকেল পোড়ালেন সেটাই আশ্চর্যের বিষয়। মামলার বিষয়ে আবু বক্কর জানান, বিএনপি নেতাকর্মীরা অকস্মাৎ আবু বক্করের ওপর হামলা চালান। এসময় ওই ছাত্রলীগ ধর বলে তার মোটরসাইকেলটি ভাঙচুর করেন আগুন ধরিয়ে দেন। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, একটি মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁয়ে সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। জানা গেছে, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত অভিযুক্ত করে মামলা করা হয়। ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা এ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহারনামীয় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে। জেলার আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল সোমবার আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে গত রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল বের হলে তাতে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির সংঘর্ষ হয়। এতে পুলিশ গুলি ছুড়ে ও বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন আজাদ। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা গুলি করেছে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। আবার আমাদের নামেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মামলায় ৩১ জনকে নামীয় ও অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। ফতুল্লার ভুইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জের মহা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কে প্রধান আসামী করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। বিএনপি ডাকা হরতালের সর্মথনে রাস্তায় টায়ার জ¦ালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক বিরাজসহ গাড়ী ভাংচুরের ঘটনায় বন্দর উপজেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৩১ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১২টায় বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। হরতালে শহর জুড়ে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৪৫জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ পুরদর্শক (এসআই) মিজানুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান। তিনি জানান, গত রবিবার বিভিন্ন নাশকতার ঘটনায় আজ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাতে অনেক সংখ্যাক অজ্ঞাত আসামীও রয়েছে, তবে তাদের সংখ্যা সঠিক বলা যাচ্ছে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা