আজ মঙ্গলবার | ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ৩ রমজান ১৪৪৬ | সকাল ৭:০৩

প্রথম দিনেই না’গঞ্জে রনক্ষেত্র

ডান্ডিবার্তা | ০১ নভেম্বর, ২০২৩ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামাতের ডাকা ৩ দিনের অবরোধের গতকাল মঙ্গলবার ছিল প্রথম দিন। প্রথম দিনে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে ত্রীমুখি সংঘর্ষ, গাড়িতে আগুন, ভাংচুর ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। আর অবরোধের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়েছে। পুলিশ সুপারের দাবি গ্রেফতার হয়েছে ৯ জন। সকালেই আড়াইহাজারে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া রূপগঞ্জ, বন্দর, কাঁচপুর ও ফতুল্লায় সড়ক অবরোধ ও ভাংচুরের খবর পাওয়া গেছে। আড়াইহাজারের পাচরুখিতে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় অবরোধকারীরা ২টি বাসে ভাংচুর চালায়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের পাঁচরুখীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। বিএনপি নেতা-কর্মীরা সড়কের উপর গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় লাঠিসোটা হাতে তারা সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। একই সময়ে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে টিয়ারসেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পুলিশ সদস্য হলেন নুরুল হক (৫০)। বাকি দুজন আড়াইাজার থানার সাতগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (৪৫) ও সালতা ইউনিয়নের তাঁতীলীগের সাবেক সহসভাপতি আলআমিন চৌধুরী (৩৫)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা বিএনপির মিডিয়া সেল জানায়, সংঘর্ষে বিএনপির কমপক্ষে ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে অর্তকিত হামলা ও গুলিবর্ষণ করে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মীদের আহত করেছে। রূপগঞ্জে পূর্বাচল উপশহর এলাকার ৩শ ফুট সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সরকার বিরোধী স্লোগান দেন। সকাল আটটার দিকে জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদফা দাবিতে বিএনপির ডাকা সারাদেশে টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সুলতান মাহমুদ ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা কাঞ্চন ব্রিজ এলাকা থেকে লাঠি সোটা নিয়ে ৩০০ ফুট সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সমু মার্কেট হয়ে জলসিদি এলাকায় গিয়ে সড়কে টায়ারে অগ্নি সংযোগ করেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এতে সড়কের উভয় দিকের চলাচলরত যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুরের দেওয়ানবাগ গেইট এলাকায় বন্দর স্টীল সংলগ্ন স্থানে দুটি পিকআপ ভ্যানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে এবং ভাংচুর শুরু করে। এসময় দুটি মালভর্তি পিকআপে অগ্নিসংযোগ করে তারা। দ্রুত পালিয়ে যায়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, অগ্নিসন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানিয়েছেন, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাংচুর করেনি। এটি আওয়ামীলীগের কাজ, তারা এ ঘটনা ঘটিয়ে মামলা দায়ের করবে বিএনপির নেতাকর্মীদের নামে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বিএনপি। এতে নেতৃত্বে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদল মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদল সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমুখ। এবিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে তারা প্রতিবন্ধিতা সৃষ্টি করেছিল। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সেখানে গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তিনি আরও বলেন, বিএনপিকে ছত্রভঙ্গ করে দেয়ার সময়ে তাদের দেশীয় অস্ত্রের আঘাতে ও ককটেল বিস্ফোরণে তোমাদের তিন পুলিশ সদস্য গুরুতরসহ ৬জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে পর্যন্ত পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের বর্তমানে সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। নারায়ণগঞ্জের লাগোয়া মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল। এতে ডেমরা থানার তদন্ত পরিদর্শকসহ আহত তিন পুলিশ সদস্য। সকাল সোয়া ৯টার দিকে মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কেএফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। এম্বুলেন্সে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে য্ওায়া হয়েছে পুলিশ সদস্যদের। এই ঘটনায় ৩২ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থনকারীদের একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। এ ঘটনায় আমাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’ সব মিলিয়ে নারায়নগঞ্জ ছিল রনক্ষেত্র।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা