আজ মঙ্গলবার | ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১ | ৩ রমজান ১৪৪৬ | সকাল ৬:৫১

বিএনপির মাথায় মামলার খড়গ

ডান্ডিবার্তা | ০২ নভেম্বর, ২০২৩ | ১০:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপি-জামাতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, পিকেটিং, পুলিশের উপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগে কেন্দ্রীয়নেতাসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সভাপতিসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এখন বিএনপি ফের মামলার বোঝা নিয়ে লড়াই করতে হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতারও হয়েছেন অনেকে। তবু বিএনপিকে দুর্বল করতে পারছেনা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা সুযোগ পেলেই রাস্তায় নেমে সড়ক অবরোধ করে ফেলে। আর পুলিশ আসার আগেই ছটকে পড়ছে। তবে আওয়ামীলীগও বসে নেই। তারাও বিভিন্ন স্থানে শান্তির সমাবেশের মাধ্যমে বিএনপিকে হুশিয়ারী দিয়ে যাচ্ছেন। এদিকে গতকাল বুধবার আড়াইহাজার উপজেলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হুকুমের আসামি ও অন্যান্য ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। আসামীরা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, মুহাম্মদ গিয়াসউদ্দিন, গোলাম ফারুক খোকন, নজরুল ইসলাম আজাদ, সজল, জাকারিয়া , মো. সুমন মিয়া (৩৮), জিকু (৩০), রাজীব (৩২), খোকন (৩৫), মনির হোসেন (৫২), শামীম (৫০), মুক্তার (৩০), সোহেল (২৩), আবু তাহের (২৪), শামসুল (৫০), সজীব (৩২), রনি (২৮), নাইম কসাই (৩৫), আরিফ (৩০), আকাশ মিয়া (২৫), মাজারুল (৩০), রবিউল (২৫), মো. সামসুল (৪৮), আবু তাহের (৩০), ওয়াসিম মোল্লা (৪০), মহিবুল মোল্লা (২৮), নাসির হায়দার আলমাস (৫২), জাকির, মো. মজিদ ভূঁইয়া, খোরশেদ ভূইয়া, ইলিয়াস ভূইয়া, ইয়াকুব ভূইয়া, বাবুল ড্রাইভার (৪৫), শাহজালাল, ফজলুল হক, জুয়েল, নাইম, রহিম বাদশা (৪৫), ইউসুফ আলী ভূইয়া, জুয়েল আহমেদ জুয়েল, মতিউর রহমান মতি, রিপন মেম্বার, আতাউর রহমান মেম্বার, আ. মান্নান, মাসুম শিকদার, তানভীর আহমেদ তপু, হোসেন মিয়া, মজিবুর রহমান। সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনায় বিএনপির ৬৮ নেতাকর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বাদী হয়ে নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাইদ ইশতিয়াক শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি একে হীরাসহ ৬৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। ফতুল্লা থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল বুধবার ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারসহ ৩৪ জনকে আসামি করা হয়। এর আগে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ জুড়ে বিএনপির মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে। বাসে আগুন-ভাঙ্গচুর, টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধসহ নানা ঘটনায় জেলায় ২৩৫জন নেতার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। বিএনপি নেতাদের দাবি আওয়ামীলীগ সরকার যতই মামলা-হামলা আর নির্যাতন করুক আমরা এ সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব। আমাদের এবারের সংগ্রাম মরা-বাঁচার সংগ্রাম। আমাদের সংগ্রাম ভোটের অধিকার আদায়ের সংগ্রাম, আমাদের সংগ্রাম মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম। আমরা কোন অবস্থাইে পিছু হটব না। আমাদের অবরোধ কর্মসূচি জনগণ গ্রহণ করেছে। জনগণ আমাদের পাশে আছে আমরাও জনগণের পাশে আছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা