
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই ঘনীভূত হচ্ছে চলমান রাজনৈতিক সংকট। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। নির্বাচনের আর মাত্র দেড় মাস বাকি থাকলেও স্ব-স্ব অবস্থানেই ‘অনড়’ তারা। কেউ কাউকে একবিন্দুও ‘ছাড়’ দিতে নারাজ। রাজপথেই ‘শক্তি পরীক্ষায়’ লিপ্ত হয়ে জয়ী হতে চায় দল দুটি। নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে নির্বাচনের তপশিল ঘোষণার আগেই রাজপথে ‘ফয়সালা’ করতে চায় বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে এক দফার যুগপৎ আন্দোলনের ‘চূড়ান্ত কর্মসূচি’ ঘোষণা দিয়ে সমমনাদের সঙ্গে নিয়ে রাজপথে নেমেছে তারা। একের পর অবরোধের মাধ্যমে কেন্দ্রীয় নির্দেশনা পালনে ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রাজপথ দখলে নেমেছে বিএনপি। ইতিমধ্যে আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার স্বীকার হয়ে কারাগারে রয়েছেন অসংখ্য জেলা বিএনপির নেতাকর্মী। অন্যদিকে, আন্দোলনের নামে কোনো সহিংসতা, জ্বালাও-পোড়াও বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে টানা তিনবার ক্ষমতায় থাকা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দিয়ে মিত্রদের নিয়ে রাজপথে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বর্তমান এমন পরিস্থিতিতে রাজপথে সংঘাত ও সহিংসতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জনমনেও দেখা নিয়েছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা। সবার মনেই একই প্রশ্ন কি হবে নির্বাচনের আগ মুহুর্তে? বিএনপি সূত্র জানায়, এবার কোনো হামলা-মামলা ও বাধাবিঘেœ আর পিছু হটার সুযোগ নেই। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ওই কর্মসূচির মাধ্যমে রাজপথ দখলে নিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করবেন। সূত্র জানায়, আগামী নভেম্বরে নির্বাচনের তপশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে নভেম্বর মাসকেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে টার্গেট করছেন। তারা ব্যাপক জনসমাগমের অংশগ্রহণে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাবেন। সরকার যদি তা না করে দমনপীড়নের পথে হাঁটে, এবার বিএনপিও পিছু হটবে না। আন্দোলনের কর্মসূচিতে বাধা এলে তা প্রতিহত করতে যা যা করার, তা-ই করার প্রস্তুতি থাকবে তাদের। পাশাপাশি তৃণমূল বিএনপি বা জাতীয়তাবাদী আন্দোলনের মতো কিংস পার্টিতে চাপ দিয়ে বিএনপি নেতাদের নির্বাচনে যাওয়ার চেষ্টা মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে দলটির। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে সর্বাধিক দলকে ধরে রাখার পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও কাছে টানার চেষ্টা করবে বিএনপি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন বলেন, বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের গতি বাড়তেই থাকবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন শুরু করেছেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আন্দোলন প্রতিহত করার যেমন অভিজ্ঞতা অর্জন করেছে, তেমনি আমরাও হামলা-মামলা ও বাধাবিঘœ মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে দেশের পাশাপাশি সারাবিশ্বের মানুষের সমর্থন রয়েছে। এবার সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে যত ধরনের কর্মসূচি প্রয়োজন, তারা তা দেবেন। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়– বিষয়টি সবার জানা। ভোট কারচুপির মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারলে যারা লুটপাট, মানি লন্ডারিং, দুর্নীতি, চাঁদাবাজি করতে পারবেন, শুধু তারাই দলীয় সরকারের অধীনে নির্বাচনকে সমর্থন করছেন। ইতোমধ্যে দেশের ভেতর-বাইরে থেকে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ব্যাপক সাড়া পেয়েছেন। এ বিষয়ে উন্নয়ন অংশীদার বিদেশিরাও বিভিন্নভাবে সরকারকে বার্তা দিচ্ছেন। জনবিচ্ছিন্ন সরকার সুষ্ঠু নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় নির্দলীয় সরকারের দাবি মানতে চাইছে না। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, বিএনপির লাগাতার কর্মসূচীর পর পরই আগামী নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতারা। আন্দোলনের নামে বিএনপির নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জের রাজপথে অবস্থানের মাধ্যমে জনগনের যানমালের নিরাপত্তাসহ দলীয় কর্মীসমর্থকদের উজ্জীবিত করতে মাঠে রয়েছেন তারা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, এ দেশের জনগণ বিএনপি নামের সন্ত্রাসী দলটির পূর্বের ‘খাসলত’ জানে। বিএনপি যে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা এবং জনগণের জানমাল ধ্বংস করার মতো অপকর্মগুলোই করে আসছে, সেটাও মানুষ জানে। আর এগুলো যখন ঘটে, তখন গণমানুষের দল হিসেবে ও গণমানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আওয়ামী লীগ তো চুপচাপ বসে থাকতে পারে না। গণমানুষের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই আসলে আওয়ামী লীগ কর্মসূচিগুলো দিচ্ছে। বিএনপি যেন কোনো ধরনের নির্বাচনবিরোধী বা দেশবিরোধী কর্মকা- করতে না পারে, তার জন্য আওয়ামী লীগ ‘দেশ ও মানুষের পাহারাদার’ হিসেবে রাজপথে দায়িত্ব পালন করবে। দলের একাধিক সিনিয়র নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, আন্দোলনের জন্য বিএনপি ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জকে বেছে নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আনাগোনা নারায়ণগঞ্জে বৃদ্ধি পেয়েছে। ফলে, বিএনপির আন্দোলন যেদিকে এগোচ্ছে, তাতে বর্তমান নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ অবস্থা ও নির্বাচন পরিস্থিতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা। কেননা, নভেম্বরে আগামী নির্বাচনের তপশিল ঘোষণার আগে বিএনপি আন্দোলন জোরদারের শেষ প্রচেষ্টা চালাবে বলেই মনে হচ্ছে। ফলে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক সহিংস অবস্থান নিয়ে মাঠে নামতে পারেন। এ অবস্থায় সরকারবিরোধীদের সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে তাদের আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এই কারণে আওয়ামী লীগও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষাসহ নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সামনের দিনগুলোতে মাঠের অবস্থান আরও জোরদার করাপ হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এমন অবস্থান অব্যাহত রাখবে তারা, যাতে বিএনপি আন্দোলন ও নির্বাচনে কোনো প্রভাব সৃষ্টি করতে না পারেএ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন, আন্দোলনের নামে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ ও সরকার কঠোর হাতে দমন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি থাকবে। তিনি আরো বলেন, এক দফা ও সরকার পতন আন্দোলনের নামে আগামী নির্বাচন বানচাল করাটাই বিএনপির মূল লক্ষ্য। সে লক্ষ্যে জেলাজুড়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তারা। বিএনপির লাগাতার অবরোধের ঘোষনায় সেগুলোও সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার অংশ। বরং বিএনপি আগামী দিনে আরও বেশি মাত্রায় সন্ত্রাস-নৈরাজ্যের পথে এগোচ্ছে বলেই মনে হচ্ছে। তবে, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দও বসে নেই। বিএনপির নাশকতা প্রতিরোধে জেলা আওয়ামীলীগ সর্বদাই মাঠে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯