আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | রাত ১:১০

সোনারগাঁয়ে প্রতারনা মামলায় আউয়াল ও খলিলকে জেলে প্রেরন!

ডান্ডিবার্তা | ১৫ নভেম্বর, ২০২৩ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দড়িকান্দি জামে মসজিদের পক্ষে আবুল কালামের করা জালিয়াতি ও প্রতারনার মামলার দুই আসামী আব্দুল আউয়াল ও খলিল গতকাল মঙ্গলবার স্বেচ্ছায় সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। এই খবরে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকায় মিষ্টি বিতরন করা হয়। এই মামলার আরো তিন আসামী সোনারগাঁ ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার নুরে আলম, উপ-সহকারী ভূমি কর্মকর্তা বিপুল চন্দ্র ও ওমেদার ইমরান জামিন চাইলে তা বাতিল করা সহ সরকারী কর্মচারী হিসাবে যাতে তাদের পদ, পদবি ও ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেজন্য তাদের সাময়িক বরখাস্তের দাবি বাদীর। জানা গেছে, সোনারগাঁয়ের দড়িকান্দী মসজিদের মিসকেইসের প্রতিবেদন দিতে বড় অংকের ঘুষ দাবী, প্রতারনা ও জালিয়াতি কাগজ তৈরী, শুধুমাত্র ঘুষ নিতে লোক নিয়োগ ও বড় অংকের ঘুষ নিয়ে সরকারি নথি থেকে দলিল গায়েব করে প্রমান লোপাট, ঘুষের জন্য দীর্ঘদিন হয়রানী এবং শুনানী না করে আদেশ প্রদানসহ একাধিক অভিযোগে সোনারগাঁও ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার নুরে আলম, সাবেক সনমান্দী ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিপুল চন্দ্র এবং সাবেক সার্ভেয়ার নুরে আলমের শ্যালক ও ঘুষ গ্রহন করতে নিয়োগপ্রাপ্ত ওমেদার ইমরান হোসেন, সোনাবান বিবি, আব্দুল আউয়াল ও খলিলের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫নং আদালতে মামলা করেন সোনারগাঁয়ের দড়িকান্দি জামে মসজিদের পক্ষে আবুল কালাম। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি নারায়ণগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে সিআইডির উপ-পরিদর্শক নুরুল ইসলাম দীর্ঘদিন তদন্ত কে ঘটনার সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সোনাবান বিবি, আব্দুল আউয়াল ও খলিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং সাবেক সার্ভেয়ার নুরে আলম, সাবেক সনমান্দী ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিপুল চন্দ্র এবং সাবেক সার্ভেয়ার নুরে আলমের শ্যালক ও ঘুষ গ্রহন করতে নিয়োগপ্রাপ্ত ওমেদার ইমরান হোসেনকে সমন দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম। ওয়ারেন্ট ভূক্ত দুই আসামি আজ জামিন চাইলে তা বাতিল করে জেল হাজতে প্রেরন করেন আদালত। এ বিষয়ে মামলার বাদী দড়িকান্দি জামে মসজিদের পক্ষে আবুল কালাম বলেন, দীর্ঘ দশ বছর আইনি লড়াই করে অবশেষে ন্যায়বিচার পেলাম। এই মামলার আরো তিন আসামী সোনারগাঁ ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার নুরে আলম, উপ-সহকারী ভূমি কর্মকর্তা বিপুল চন্দ্র ও ওমেদার ইমরান জামিন চাইলে তা বাতিল করা সহ সরকারী কর্মচারী হিসাবে যাতে তাদের পদ, পদবি ও ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেজন্য তাদের সাময়িক বরখাস্তেরও দাবি জানাই। বাদী পক্ষের আইনজীবী খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট বলেন, দড়িকান্দী জামে মসজিদের মামলায় আজ দুই আসামি জামিন চাইলে উভয় পক্ষের শুনানী অন্তে বিজ্ঞ আদালত আ. আউয়াল ও খলিলুর রহমানকে জেল হাজতে প্রেরন করেন। পরবর্তীতে আসামী পক্ষ পুন:বিবেচনার আবেদন নিয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গেলে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় তাদের জামিন না-মঞ্জুর এর আদেশ বহাল রাখেন। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এবং আসামী পক্ষের আইনজীবী সামসুল ইসলাম ভূইয়াকে এ বিষয়ে ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা