আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | রাত ১:০১

পিতা-পুত্রের মনোনয়ন ফরম সংগ্রহ

ডান্ডিবার্তা | ২০ নভেম্বর, ২০২৩ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন পত্র কিনেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও তার ছেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক। গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও মারুফুল ইসলাম ঝলক মনোনয়ন পত্র ক্রয় করেন। সর্ম্পকে তারা পিতা-পুত্র। এ সময় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনেরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ করে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া জানান, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রানিত হয়ে ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। রাজনৈতিক জীবনে অনেক হামলা মামলার শিকার হয়েছি। আমি দীর্ঘদিন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি সাথে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এবার আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম কেনেছি। শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক দেন তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করে সোনারগাঁবাসীকে নৌকা উপহার দিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা