জাহাঙ্গীর ডালিম
পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে কড়া লিকারের চা এমনিতেই মিষ্টি হয়, আর গরুর দুধের মালাই পাউরুটি উপরে দিয়ে তারপর চিনি দিয়ে দেন। সেই থেকেই এরকম মাছুয়া দুধের মালাই পাউরুটি জন্য জনপ্রিয় হয়ে উঠে বন্ধন মার্কেটের দুধের মালাই পাউরুটি ও চা বিক্রেতার চেয়ে মার্কেটের নামেই চায়ের দোকান সুনাম অর্জন করে। সেই পাকিস্তান আমল থেকে এখনও থেকেই ২০২৪ সালে এসেও বছরের বেশি সময় ধরে চলে আসছে। মাছুয়া পাকিস্তান আমল থেকে পাউরুটি উপরে দুধের মালাই রুটি বিখ্যাত। নয়ামাটি বন্ধন মার্কেট নিচ তলায়। মাছুয়া মারা যান ১৯৮৮ সালে। তারপর থেকে ছেলে খোকন এই দোকানের হাল ধরেন। সেও হয়ে গেছে ৪৬ বছর ধরে দোকান করছেন। খোকন এর সাথে আলাপকালে বলেন, গরুর দুধের মালাই মাউরুটি বিক্রি করে ধীরে ধীরে সুনাম অর্জন করে। প্রতিদিন কম করে এক হাজার মালাই পাউরুটি ১০ টাকা আর গরু দুধের চা ৬টাকা করে এক হাজার কাপ চা বিক্রি করেন। ব্যতিক্রম স্বাদের এই গরুর দুধের মালাই পাউরুটি গরুর দুধের চা বিক্রির আয় দিয়ে চলছে সংসার। সপ্তাহের শুক্রবার বন্ধ থাকে। বৃহস্পতিবার সব থেকে বেশি ভীড় থাকে তার দোকানে। এভাবেই হয়ে উঠেন “মাছুয়ার গরুর দুধের মালাই পাউরুটি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯