ডান্ডিবার্তা রিপোর্ট
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বর্তমান প্রজন্ম ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়েছে। এ প্রজন্ম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। স্বার্থে জড়িয়ে যাওয়ার কারণে ভবিষ্যত প্রজন্মের দ্বারাও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তৃতীয় প্রজন্মের দ্বারা সম্ভব হবে সুষ্ঠু নির্বাচন। সেই প্রজন্মের জন্য এখন থেকেই আমরা প্রস্তুত হচ্ছি। আমাদের সবকিছু এরইমধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। আমদের থিওরি হলো ‘সুষ্ঠু রাজনীতি সুশাসনের ভিত্তি’। সুষ্ঠু নির্বাচন সুশাসনের আওতায় পড়ে। যেখানে রাজনীতি সুষ্ঠু না সেখান সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। বাংলাদেশে যাতে সুষ্ঠু রাজনীতি হয় সেজন্য আমরা কাজ করে যাবো। জাতি যেন সুষ্ঠু রাজনীতির দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। গতকাল শুক্রবার দুপুরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ সময় তৈমূর আলম খন্দকার আরও বলেন, আমরা মনে করি নির্বাচনে রাজনৈতিকভাবে আমাদের বিজয় হয়েছে। বাংলাদেশে ৪৪টি নিবন্ধিত দল রয়েছে। এরমধ্যে অনেক দলেরই ম্যানিফেস্টো মানুষ জানে না। তাদের দলীয় প্রতীক জানে না, তাদের দলের নাম জানে না। দলের প্রতিষ্ঠাতার নাম জানে না। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, একসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না। তিনিও তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। ওইসময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, এখন চায়। কিন্তু এ তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়ে গেছেন ব্যারিস্টার নামজুর হুদা। যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং তৃণমূলেরও প্রতিষ্ঠাতা। আমরা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করছি। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তৃণমূল বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন, মহানগর তৃণমূল বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলী হোসাইন ও সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯