আজ বুধবার | ৪ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ১ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ২:২৯

বর্তমানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : তৈমূর

ডান্ডিবার্তা | ২৭ জানুয়ারি, ২০২৪ | ১২:২২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বর্তমান প্রজন্ম ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়েছে। এ প্রজন্ম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। স্বার্থে জড়িয়ে যাওয়ার কারণে ভবিষ্যত প্রজন্মের দ্বারাও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তৃতীয় প্রজন্মের দ্বারা সম্ভব হবে সুষ্ঠু নির্বাচন। সেই প্রজন্মের জন্য এখন থেকেই আমরা প্রস্তুত হচ্ছি। আমাদের সবকিছু এরইমধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। আমদের থিওরি হলো ‘সুষ্ঠু রাজনীতি সুশাসনের ভিত্তি’। সুষ্ঠু নির্বাচন সুশাসনের আওতায় পড়ে। যেখানে রাজনীতি সুষ্ঠু না সেখান সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। বাংলাদেশে যাতে সুষ্ঠু রাজনীতি হয় সেজন্য আমরা কাজ করে যাবো। জাতি যেন সুষ্ঠু রাজনীতির দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। গতকাল শুক্রবার দুপুরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ সময় তৈমূর আলম খন্দকার আরও বলেন, আমরা মনে করি নির্বাচনে রাজনৈতিকভাবে আমাদের বিজয় হয়েছে। বাংলাদেশে ৪৪টি নিবন্ধিত দল রয়েছে। এরমধ্যে অনেক দলেরই ম্যানিফেস্টো মানুষ জানে না। তাদের দলীয় প্রতীক জানে না, তাদের দলের নাম জানে না। দলের প্রতিষ্ঠাতার নাম জানে না। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, একসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না। তিনিও তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। ওইসময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, এখন চায়। কিন্তু এ তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়ে গেছেন ব্যারিস্টার নামজুর হুদা। যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং তৃণমূলেরও প্রতিষ্ঠাতা। আমরা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করছি। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তৃণমূল বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন, মহানগর তৃণমূল বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলী হোসাইন ও সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩২
  • ৬:২৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা