ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি কার্টনে ৪২ লাখ টাকা উদ্ধারের পর সার্ভেয়ার গ্রেপ্তার, এডিসি ওএসডি এবং ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাকে সরানোর পর; এ নিয়ে আলোচনার পারদ প্রায় নিম্নমুখী তখন নতুন তথ্য দিয়ে আবারও এই ইস্যুকে ‘টক অব দ্য টাউনে’ পরিণত করেছেন শামীম ওসমান। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এই সংসদ সদস্যের ভাষ্যমতে, এই টাকা উদ্ধার করা হয়েছিল যাত্রাবাড়ি এলাকা থেকে, পরে তা ফতুল্লা থানা এলাকায় উদ্ধার বলে দেখানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে ‘মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও ভূমিদস্যুতা বিরোধী’ সমাবেশে রাখা বক্তব্যে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি। আমন্ত্রণ জানানোর পরও প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কেউ এই সমাবেশে উপস্থিত না থাকায় ক্ষোভও ঝারেন শামীম ওসমান। শামীম ওসমান বলেন, ‘আমি মাথা নোয়াবার মানুষ আমি না। কথা বলতে চাই নাই আমি। এমন কোন কাজ করি না যে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো। অনেকেই অনেক কিছু করেন, আমরা সব দেখি। টাকা ধরা পড়ে যাত্রাবাড়িতে আর কেস দেখান ফতুল্লাতে। আমাদের কাছে অনেক খবরই আছে, সাংবাদিকরা আমাদের জানান কিন্তু।’ তিনি আরও বলেন, ‘এই কথাগুলো আজকে বলার কথা না। আমার চেয়ারম্যান-মেম্বার-কাউন্সিলর সবাই হতাশ হয়ে গেছেন। হতাশ হবেন না, এইটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করবো।’ বক্তব্যে শামীম ওসমান সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উদ্ধার হওয়া ৪২ লাখ টাকার কথা না বললেও তিনি যে ওই টাকার প্রতি ইঙ্গিত করেছেন তা স্পষ্ট ছিল। গত ১০ জানুয়ারি রাত দশটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের প্রাক্তন আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমন (২৮) একটি কার্টনসহ নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। জেলা প্রশাসকের নির্দেশে ওই কার্টন খুলে টাকা গুনে ৪২ লাখ টাকা পাওয়া যায়। পরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে টাকাগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের কোষাগারে জমা রাখা হয়। জব্দ করা ৪২ লাখ টাকার সাথে দুর্নীতির সম্পৃক্ততা আছে ধারণা করে গত ১৪ জানুয়ারি জেলা প্রশাসক মাহমুদুল হক দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন। পরে ১৬ জানুয়ারি দুদক তাদের জেলা কার্যালয়ে মানি লন্ডারিং, দুর্নীতি প্রতিরোধ আইন ও দন্ডবিধির কয়েকটি ধারায় একটি মামলা করে। ওই মামলায় জাহিদুল ইসলাম সুমন ও কাওসার আহমেদকে আসামি করা হয়। মামলার পর ১৮ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন সার্ভেয়ার সুমন। এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই কার্টনভর্তি টাকা অন্য এক ব্যবসায়ীর বলে দাবি করে জাহিদুল ইসলাম সুমন। যদিও ওই ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই টাকা তার নয়। সার্ভেয়ার কাওসার ওই ব্যবসায়ীকে অনুরোধ করেছিলেন যেন ওই টাকা নিজের বলে দাবি করেন। সামগ্রিক বিষয়টি সন্দেহজনক মনে হলে আমি দুদকে চিঠি দেই। দুদকও তড়িৎ ব্যবস্থা নিয়েছে।’ এদিকে, ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দীন মনজুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করার ব্যাপারটি একধরনের শাস্তি বলে জানিয়েছে জেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সূত্র। সালাউদ্দীন মনজু ৩১ বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি গত ২০২২ সালের ৫ জুন নারায়ণগঞ্জে যোগদান করেন। দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার খাদিজা বেগমকেও। তিনি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ, উন্নয়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ শাখায় রয়েছেন। বর্তমানে ভূমি অধিগ্রহণ শাখায় দায়িত্বে রয়েছেন অপর সহকারী কমিশনার আর্নিকা আক্তারকে। এদিকে, ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরতদের এবং দালালদের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছিল। সার্ভেয়ার গ্রেপ্তারের মধ্যে দিয়ে বিভিন্ন সময় ওঠা দুর্নীতির অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে সদর এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মিল্টন রায় এত অপকর্মের পরও বহিাল তবিয়তে রয়েছে। ঘুষ ছাড়া মিল্টন কোন ফাইলে হাত দেন না। এমনকি সত্য ঘটনাকে মিথ্যা বলে রিপোর্ট দেয়ার কথা বলে বিভিন্ন ভ’মি মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে। এছাড়া দালালচক্রের সদস্য হিসেবে মিল্টন, ইকবাল, বুলবুল নামের কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯