আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ৩:১৩

বসবাসযোগ্য নগরী গড়তে ঐক্য চাই

ডান্ডিবার্তা | ২৮ জানুয়ারি, ২০২৪ | ১০:৫৮ পূর্বাহ্ণ

হাবিবুর রহমান বাদল এক সময়ের ঐতিহ্যবাহী বন্দর নগরী নারায়ণগঞ্জ এখন অনেকটাই মৃত নগরীতে পরিনত হতে চলেছে। পাটের জন্য বিখ্যাত প্রাচ্যেরডান্ডি এখন মাদকে সয়লাব। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। আর এ মাদককে কেন্দ্র করে কিশোরগ্যাং থেকে শুরু করে গড়ে উঠেছে বিভিন্ন অপরাধী চক্র। নারায়ণগঞ্জের অভিভাবক মহল সন্তানদের নিয়ে যখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, তখন গণমাধ্যমকর্মীদের অনুরোধে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান গতকাল শনিবার বিকালে স্থানীয় ওসমানী স্টেডিয়ামে দলমত নির্বিশেষে প্রশাসনের লোকদের সম্বন্নয়ে একটি সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে। দুপুর থেকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, মসজিদের ইমাম, আলেম ওলামা, হিন্দু সম্প্রদায়ের নেতা, বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা, ব্যবসায়ী নেতা, মহিলা নেত্রীবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন আসতে শুরু করে। বিকাল নাগাদ ওসমানী স্টেডিয়াম কানায় কানায় পূর্ন হয়ে উঠে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ-বন্দর ও শহরের সাধারন মানুষের উপস্থিতির মধ্যদিয়ে। এ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে মাদককে না বলাসহ ভ’মিদস্যু, ইভটিজিং, কিশোরগ্যাং নির্মূলসহ একটি বসবাসযোগ্য নগর‌্য গড়তে কি করা যায়, এ ব্যপারে পরামর্শ চান সাংসদ শামীম ওসমান। নগরবাসী সাংসদ শামীম ওসমানের আহবানে সাড়া দিলেও প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে পরিচিত জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অনুপস্থিতি শামীম ওসমানকে একে একে প্রশ্নবানে জর্জড়িত করতে থাকে বক্তরা। একটি শহরকে সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে প্রশাসন সব সময় সেই নগরবাসীর সহায়তা চেয়ে আসলেও গতকালকের চিত্র ছিল একেবারেই ভিন্ন। পুলিশ সুপার ও জেলা প্রশাসকের এই অনুপস্থিতিকে সাধারণ মানুষ ভাল চোখে দেখেনি। মাদক বিক্রেতাদের সাথে কতিপয় অসাধু পুলিশের সখ্যতা নগরবাসী ভাল করেই জানে। ভাল করেই জানে ভ’মিদস্যুতা, ইভটিজিং, যানজট, কিশোরগ্যাং নিয়ন্ত্রণসহ একটি আধুনিক সমাজ উপহার দিতে প্রশাসনের ঐকান্তিক ইচ্ছাই যথেষ্ট। কিন্তু গতকালকের মত বিনময় সভা তথা সমাবেশ হিসাবে পরিচিত এই সভাটি যেন নতুন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। অধিকাংশ বক্তা পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ এনেছেন। ভ’মিদস্যুতা আর ভ’মি অফিসগুলিতে কি ধরনের দুর্নীতি আর ঘুষের মহামারি চলছে তা এখন ওপেন সিক্রেট। পাশাপাশি কথিত সাংবাদিকদের কারণে পেশাদার সাংবাদিকরা এখন অনেকটাই অসহায় এটা দিবালোকের মত সত্য। নামধারী সাংবাদিকরা ইজিবাইক থেকে মাসে ১৫শ’ টাকা করে স্টিকার ভাড়া দিয়ে আদায় করছে এটা এখন একজন কিশোরও বিশ^াস করে। এক্ষেত্রে একজন সংবাদ কর্মী হিসাবে আমি নিজেও অনেকটাই বিব্রত। প্রশ্ন উঠকে পারে সব কিছু জেনেও পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নও এক্ষেত্রে কি ভ’মিকাই বা পালন করছে। কেন পেশাদার সাংবাদিকরা বাইরে থাকবে আর নামধারী সাংবাদিকরা অন্তত সাধারণ মানুষের আস্থা হিসাবে পরিচিত এই দুই সংগঠনের সদস্য রয়েছে। এই উপলদ্ভি আমাদের আনতে হবে। প্রশাসন নগরবাসীকে চোখে আঙ্গুল দিয়ে হয়তো বুঝিয়ে দিলেন নারায়ণগঞ্জ থেকে মাদক তারা ‘না’ বলতে রাজি নন। সাধারণ মানুষ কিন্তু এমন ম্যাসেজটাই গতকাল মত বিনময় সভায় পেয়েছে বলে অনেকে মনে করছেন। যদিও সাংসদ শামীম ওসমান এ বিষয়টির ব্যাখ্যা দিতে চয়েছেন, কিন্তু তার এই ব্যাখ্যার পিছনেও নগরবাসী প্রশাসনের এই অনুপস্থিতিকে ভিন্ন ভাবে দেখছে। নেতৃত্ব দিতে হলে সাহসী হতে হয়। পাছে লোকে কি বলবে সেদিকে না তাকিয়ে প্রকৃত সাংবাদিকদের নারায়ণগঞ্জকে বসবাসের অযোগ্য করার অপচেষ্টায় লিপ্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সামনের পথ মসৃণ নয় যেনেও আগামী প্রজন্মের জন্য একটি বসবাস যোগ্য নারায়ণগঞ্জ গড়তে নারায়ণগঞ্জের রাজনীতিবিদ, তথা জনপ্রতিনিধিদের সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প আছে বলে আমি মনে করি না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা