আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | বিকাল ৩:৫৭
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

এক টেবিলে শামীম-আইভী

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অবশেষে বসবাস যোগ্য নারায়ণগঞ্জ গড়তে এবং শহরের সমস্য সমাধানে ঐক্যমতে পৌছানোর জন্য ভাই-বোন এক টেবিলে বসতে রাজি হয়েছেন। শহরকে হকারমুক্ত, অবৈধ অটো রিকশা বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শহরের বন্ধ হয়ে যাওয়া সড়কগুলি উন্মুক্তসহ বিভিন্ন সমস্য সমাধানের লক্ষ্যে আগামীকাল শনিবার সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভী এক টেবিলে বসছেন এনিয়ে নগরবাসীর মধ্যে চলছে আলোচনা। তবে এই প্রথম কোন বৈঠক নিয়ে পজেটিভ আলোচনা চলছে শহরবাসীর মধ্যে। শহরবাসী মনে করছে আগামীকালকের গোল টেবিল বৈঠক থেকে তাদের কাঙ্খিত শহর গড়ে তোলার একটি পরিকল্পনা কিংবা বার্তা পাওয়া যাবে। আর এই বার্তাটির আশায় নগরবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে। আলোচিত এই গোল টোবিল বৈঠক নিয়ে শহরবাসীর মধ্যে কৌতুহলের শেষ নেই।শহরের সমস্যাগুলো নিয়ে যখন আলোচনা ওঠে তখন ফুটপাত দখল করে হকারদের দৌরাত্মের বিষয়টি প্রধান হয়ে দাঁড়ায়। এই হকারদের কাছ থেকে প্রতিনিয়ত নানাভাবে সুবিধা গ্রহণ করা জনপ্রতিনিধি, সমাজপতিদের ভিড়ে একমাত্র ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে ফুটপাতে হাঁটার সুযোগ করে দেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন তিনি। যদিও এজন্য সিটি মেয়র আইভীর রক্তও ঝরেছিল, তবুও পিছ পা হননি তিনি। তাঁর এই আওয়াজ এখন নগরবাসীর গণদাবিতে রূপান্তরিত হয়েছে।এই শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক। হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে সড়কটি। কিন্তু সড়কটির দুই পাশের প্রশস্ত ফুটপাত সকাল থেকে রাত পর্যন্ত হকারদের দখলে থাকে। এতে চলাচলে বিঘœ ঘটে সাধারণ মানুষের। ফুটপাতে হাঁটাতো দূরের কথা মূল সড়ক দিয়েও চলাচল দুষ্কর হয়ে পড়ে কেননা বেশকিছু অংশে ফুটপাতের পর মূল সড়কও দখল করে ব্যবসা করে থাকেন হকাররা। শহরের যানজটেরও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই হকার।অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের লোকজন নিয়মিত হকারদের কাছ থেকে মাসোয়ারা নিয়ে থাকেন। হকার ও তাদের কাছ থেকে সুবিধা গ্রহণ করা মহলটি গড়ে তুলেছে এক ‘অভেদ্য সিন্ডিকেট’। ফলে হকারদের দৌরাত্ম দিন দিন কেবল বাড়ছেই।

হকার সমস্যার কারণে ভুক্তভোগী হাজারো মানুষের মধ্যে একজন গৃহিনী রিতা আক্তারও। তিনি বলেন, ‘আমার বাচ্চার স্কুল বাসা থেকে হাঁটা পথের দূরত্বে। কোন যানবাহনে ওঠার প্রয়োজন হয় না। কিন্তু ফুটপাত দিয়ে হাঁটার মতো কোন উপায় নেই। পুরোটাই থাকে হকারদের দখলে। ফলে বাচ্চাকে নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকির মধ্যে থাকি সবসময়।’
নগরবাসীদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হকারদের কারণে শুধু যে ফুটপাতে হাঁটাতে সমস্যা হচ্ছে তা নয়। ফুটপাত দিয়ে হাঁটার সময় হকারদের দ্বারা নারীদের লাঞ্ছনার শিকারের ঘটনাও ঘটেছে এই শহরে। ঘটেছে এক হকার আরেক হকারকে খুনের মতো ঘটনাও।
তবে নগরবাসীকে হকার সমস্যা থেকে মুক্তি দিতে জোরালো আওয়াজ তুলেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ফুটপাত ছেড়ে দিয়ে বিকল্প উন্মুক্ত স্থানের ব্যবস্থা করে দিতেও প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু কাজ হয়নি। তবে দমে যাননি আইভী। যদিও এজন্য সড়কে রক্ত ঝরাতেও হয়েছে তাকে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার ইস্যুকে কেন্দ্র হামলার শিকার হন সিটি মেয়র আইভী। তখন হকারদের পক্ষ নিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানও।
তবে দীর্ঘ সময়ে বদলেছে প্রেক্ষাপট। হকার সমস্যার কারণে ভুক্তভোগী অনেকেই এখন আওয়াজ তুলছেন। পুলিশ ও প্রশাসনের সাথে বিভিন্ন সময়ে আলোচনায় হকার সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা