আজ শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | দুপুর ১:৫৯

ব্যাস-অনেক হয়েছে আর না

ডান্ডিবার্তা | ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:২৭ পূর্বাহ্ণ

হাবিবুর রহমান বাদল
নারায়ণগঞ্জের উন্নয়ন থেকে নগরবাসীকে বঞ্চিত করার ষড়যন্ত্রের সাথে যারা এতোদিন জড়িত ছিল তাদের এই উদ্দেশ্যকে নগরবাসীযে কখনো মেনে নেয়নি গতকাল শনিবার দুপুরে শামীম-আইভীর এক সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্তসহ অতীতের সবকিছু ভুলে এক সাথে স্মাট নারায়ণগঞ্জ গড়ার ঘোষণায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে। দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সপ্তম তলার অডিটরিয়ামে সকাল থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শুরু হয় গোল টেবিল বৈঠক। দীর্ঘ প্রায় একযুগ পর সেলিম ওসমান মেয়র সেলিনা হায়ত আইভীকে সংগে নিয়ে উপরে যাওয়ার কিছুক্ষন পর শামীম ওসমান গোল টেবিল বৈঠকে উপস্থিত হন। জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সংস্থার প্রধানগণ মঞ্চে উপস্থিত। অডিটরিয়াম পূর্ন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি ও পেশাদার সাংবাদিকবৃন্দ। নারায়ণগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে গোল টেবিল বৈঠকে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী এক সাথে বসছেন এমন সংবাদে নগরবাসীর মধ্যে আগ্রহের কমতি ছিল না। নারায়ণগঞ্জ প্রেসক্লাব শুধুমাত্র নগরীর সমস্যাকে প্রাথমিক ভাবে চিহিৃত করে যানজট নিরসন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, শহর থেকে হকার উচ্ছেদ এবং সড়কগুলির অব্যবস্থাপনা দুরিকরণে উদ্যোগে গ্রহণ করে। শুরুতেই সাংসদ সেলিম ওসমান অতীতের সকল তিক্ততা ভুলে আধুনিক নারায়ণগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হলে কিভাবে এগোনো যায় এ সম্পর্কে বক্তব্য সীমাবদ্ধ রাখার অনুরোধ জানালেও উভয়ের পক্ষে নিজেদের কথাবার্তায় অতীতের অনেক কিছুই চলে আসে। তবে তা কোন অবস্থাতেই তিক্ততা পর্যন্ত গড়ায়নি। ৫০ বছর ধরে চলে আসা দুই মেরুর বিভাজন মূলত: ২০১১ সালে প্রকাশ্যে রূপ নেয়। শামীম-আইভীর এই দ্ব›দ্ব দেশ পেরিয়ে প্রবাসেও আলোচনার খোড়াক হয়ে উঠে। দুজনেই শেষ পর্যন্ত নিজেদের আবেগ আয়ত্বে রেখে উভয়ের এই দ্ব›েদ্বর কারণে তৃতীয় একটি পক্ষ ফায়দা নিয়েছে এমনটা নি:সংকোচে স্বীকার করে। অ¤ø মধুর বক্তব্যের পর শহরবাসীর উন্নয়নে মেয়র আইভী সাংসদ শামীম ওসমানের সহযোগিতা চাইলে শামীম ওসমান নগরবাসীর স্বার্থে সকল প্রকার সহযোগিতার আশ^াস দিয়ে বলেন, অনেক হয়েছে, আর নয়। এবার নারায়ণগঞ্জবাসীর স্বার্থে প্রয়োজনে মেয়রকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চাইব। সাংসদ সেলিম ওসমান ঘোষণা করেন, মেয়র আইভীর সকল ভাল কাজের সাথে আমরা দুই সাংসদ সব সময় সহযোগিতা করব আর পাশে থাকব। তাদের এই বক্তব্য প্রশাসনকে উজ্জীবীত করে। প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, দুই এমপি ও মেয়রের বক্তব্যে আমি সাহস পাচ্ছি। কথা দিচ্ছি আমরা প্রশাসনের পক্ষ থেকে রবিবার থেকে যৌথভাবে এইসব সমস্যা সমাধানে কাজ শুরু করব। এবং আগামী ১৫ ফেব্রæয়ারির মধ্যে যানজটমুক্ত, হকারমুক্ত, অনুমোদনহীন সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ করে একটি সুন্দর নারায়ণগঞ্জ শহরবাসীকে উপহার দেব। ঠিক সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের করতালির মধ্যে সেলিম ওসমান দুই ভাই-বোনকে নিয়ে ঘোষণা দেন “দুই ভাই এক বোন মিলে গড়ব মোরা স্মাট নারায়ণগঞ্জ” হাজারো করতালির মধ্যে নিচে দন্ডায়মান শত শত মানুষ উল্লাসে ফেটে পড়ে। এ যেন নারায়ণগঞ্জে নতুন এক দিনের শুভ সুচনা হলো। বিভিন্ন ভাবে আইভী-শামীমের এই ঐক্য যাতে না হয়, সেজন্য শেষ পর্যন্ত একাধিক মহল চেষ্টা চালিয়েছে। কেউ কেউ শুক্রবার বন্দরের একটি অনুষ্ঠানে আলী আহাম্মদ চুনকার মৃত্যুকে রাজনৈতিক হত্যাকান্ড হিসাবে আইভীর দেয়া বক্তব্যকে বিকৃত ভাবে উপস্থাপন করার অপচেষ্টা চালিয়েছে সাধারণ মানুষের মধ্যে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে ব্যক্তি স্বার্থের চাইতে সমষ্টিগত স্বার্থকে প্রাধ্যন্য দিয়েছি বলে বারবার বিভিন্ন জনের রাগ অনুরাগের শিকার হতে হয়েছে। যারা আলী আহাম্মদ চুনকাকে রাজনৈতিক ভাবে হত্যার সাথে প্রত্যক্ষ বা প্ররোক্ষভাবে কাজ করেছে একটা সময় তারাই সেলিনা হায়াত আইভীকে বিভিন্ন ধরনের শলা-পরামর্শ দিয়ে নিজেদের স্বীয় স্বার্থে কাজ করেছে। এখন প্রশ্ন উঠাটাই স্বাভাবিক আলী আহাম্মদ চুনকার সর্বশেষ নির্বাচনে কারা প্রয়াত নাজিম উদ্দিন মাহমুদকে প্রার্থী করে ছিল? একজন সংবাদ কর্মী হিসাবে এ বিষয়ে নাজিম উদ্দিন মাহমুদের সাথে একাধিক বার আলাপকালে অনেকটা নিশ্চিত হয়েই এ কথা বলছি। কিংবা যদি বলা চলে, সেলিনা হায়াত আইভীর প্রথম নির্বাচনে যারা নিম্বার্থ ভাবে কাজ করেছে তারা এখন কোথায়? সব মিলিয়ে যদি বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনকে সামনে রেখে কারা দ্বিমুখি আচরণ করেছে তারাই বা এবারের গোল টেবিল বৈঠকের বিষয়ে কি ভুমিকা পালন করেছে সবকিছু উত্তরই পাবে খোদ আইভী ও শামীম ওসমান যদি একটু নিরবে চিন্তা করে দু’জনের এই একযুগের দ্ব›েদ্বর ফসর কাদের গোলা ভরেছে, তাহলে আমার অনেক প্রশ্নের উত্তর ইঙ্গিতে দেয়া এ মন্তব্য থেকে খুঁজে পাবে বলে আমার বিশ^াস। তবে ব্যক্তি স্বার্থ হাসিল যাদের বন্ধ হয়ে যাবে তারা যে নিশ্চুপ বসে থাকবে না তা বলার অপেক্ষ রাখে না। কারণ গণদুশমনরা কখনো সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কথা ভেবে কাজ করে না। শুধু এইটুকু বলবো দেরিতে হলেও শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভী বুঝতে পরেছে “ব্যাস-অনেক হয়েছে আর না” তাদের এই বোধদয় নারায়ণগঞ্জ শহরের যে নতুন দিনের সুচনা হলো তা সেলিম ওসমানের ভাষায় ভাই-বোনে মিলে স্মাট নারায়ণগঞ্জ গড়ব প্রত্যয়ের কারণে মহানগরবাসীর পক্ষ থেকে শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভীর প্রতি রইল আগামী দিনে পথ চলার শুভেচ্ছা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা