আজ মঙ্গলবার | ৩ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১১:২২

প্রশাসনের পাশে নেই তারা

ডান্ডিবার্তা | ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:০৪ অপরাহ্ণ

হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জ শহরকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে একটি মহল হকারদের নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে। যে কারণে হকাররা জনপ্রতিনিধি বিশেষ করে এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভীকে অনেকটা চ্যালেঞ্চ দিয়ে বসেছেন। তাদের এই ষড়যন্ত্রে মুখ্য ভ’মিকা পালন করছেন জনবিচ্ছিন্ন কতিপয় বাম নেতা। এরা শুধু নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদেরই চ্যালেঞ্জ করছেন না, বরং সেই সাথে নারায়ণগঞ্জের ২০ লাখ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। হকারদের বিভিন্ন কর্মসূচি দিয়ে আগামী রমজানে রাজপথ দখল করতে চাইছে হকার নামের নগরীর সেই সব জঞ্জালরা। গত বৃহস্পতিবার হকারদের কথিত সমাবেশে সিপিবির হাফিজুল ইসলাম নগরবাসীকে অনেকটা চ্যালেঞ্জ দিয়েই বলেছেন, গুটি কয়েক মানুষের সুবিধার জন্য হকারদের উচ্ছেদ করা যাবে না। এযেন মামার বাড়ির আবদারের মত। নগরবাসীকে জিম্মি করে শহরের রাজপথ ফুটপাত এমনকি সড়ক দখল করে বানির্জিক নগরীকে অচল করে দেয়ার ষড়যন্ত্রের পিছনে আরো মুখোশধারী কিছু আতেল কাজ করছে বলে জানা গেছে। এদের ইঙ্গিতে হকাররা জনপ্রতিনিধিদের সম্পর্কে নানা ধরনের মন্তব্যের পাশাপাশি নগরবাসীকে একের পর এক হুমকি দিয়ে বক্তব্য রেখে চলেছেন। হকার নেতারা ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের বায়বীয় সংগঠনের নাম ব্যবহার করে সরকারের তথা ক্ষমতাসীন দলকে ইমেজ সংকটে ফেলছে। হকারদের রয়েছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র। যারা বিভিন্ন সময়ে এই সকল হকার নেতাদের পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষের উপর হামলার পাশাপাশি নিরিহ হকারদেরও নিপিড়ন নির্যাতন চালায়। এমনকি একজন হকারকে প্রকাশ্য দিবালোকে এইসব হকার নেতারা পিটিয়ে হত্যার পরও বহাল তবিয়তে শহরময় দাপট দেখিয়ে চলছে। হত্যা মামলার আসামীরা প্রশাসনকে স্বারকলিপি প্রদানের নামে নিজিদের শক্তি জানান দিয়ে চলেছেন। এইসব দানবদের এখনই প্রতিহত না করলে আগামী দিনে তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি যেসব হাতেগুনা স্বঘোষিত বাম নেতারা সাধারণ হকারদের এবং তাদের পরিবার পরিজনকে ব্যবহার করে নিজস্ব ফায়দা লুটার চেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনতে হবে বলে নগরবাসী মনে করেন। নারায়ণগঞ্জবাসী ইমিতধ্যেই তথা কথিত সেইসব আতেলদের বিরুদ্ধে ধিক্কার জানাতে শুরু করেছে যারা নারায়ণগঞ্জবাসীর নামে কিংবা নগরবাসীর নাম ব্যবহার করে ফটোস্যাশন করে চলেছে। নগরীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জনপ্রতিনিধিরা অতীতের সকল ভেদাভেদ ভুলে যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন প্রশাসন শহরকে স্মাট নারায়ণগঞ্জ গড়তে কাজ শুরু করেছে। নারায়ণগঞ্জবাসী জনপ্রনিধি বিশেষ করে আইভী-শামীমের ঐক্যকে সুদৃঢ় করতে সেলিম ওসমানের ভ’মিকাকে স্বাগত জানিয়ে প্রশাসনের কর্মতৎপরতায় সাধুবাদ জানালেও কথিত আমরা নারায়ণগঞ্জবাসী কিংবা নাগরিক কমিটির নামে এতোদিন যারা কোন ইস্যূ ছাড়াই ফটোস্যাশনের জন্য প্রেসক্লাবের সামনে দাঁড়াতো তাদের নিশ্চুপতা ও নির্লিপ্তাকে ধিক্কার জানিয়ে বলছেন, কোথায় এখন এই সকল তথা কথিত আতেত সমাজ। তাদেরতো প্রশাসনের কাধে কাধ মিলিয়ে নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে কাজ করার কথা। এই সকল স্বঘোষিত সুশিলরা নারায়ণগঞ্জবাসীর কাছে তাদের কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে। আর এই জবাবদিহি করার মাধ্যমেই তাদের অবস্থান পরিস্কার করবে এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩২
  • ৬:২৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা