
হাবিবুর রহমান বাদল
একুশ বছর পর অবশেষে আইভীর বোদধয় ঘটল। নারায়ণগঞ্জে যারাই যখন নেতৃত্বে এসেছে তারাই দেওভোগের বাসিন্দাদের ব্যবহার করেছে। এই দেওভোগ বরাবরই নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিয়েছে সবসময়। অথচ বাইরের ইন্ধন আর সাময়িক লোভে পড়ে গুটিকয়েক মানুষ বাইরের শক্তিকে মজবুত করেছে। দেওভোগের ঐক্য নষ্টের জন্য শতবছর চেষ্টা চলেছে কেউ এ ঐক্য নষ্ট করতে পারেনি। অবশেষে ৮৪ সালে কিছু মানুষ লোভে বা ভিন্নতার কারনে আলী আহমেদ চুনকার বিপক্ষে অবস্থান নিয়ে সেই দেওভোগবাসীর মধ্যে ঐক্যে ফাটলের অপচেষ্টা চালায়। কিন্ত বাস্তবতা হলো তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। পরাজিত অবস্থায় চুনকা দুনিয়া ছাড়েনি। রাজনৈতিক মারপ্যাচে পড়ে চুনকা বিজয়ীর বেশেই বিদায় নিয়েছে এ পৃথিবী থেকে মেয়র সেলিনা হায়াত আইভীর ভাষায় যা রাজনৈতিক হত্যা। আসলেই আলী আহমেদ চুনকাকে তার খুব কাছের কিছু মানুষ বাইরের শক্তির ইঙ্গিতে রাজনৈতিকভাবে হত্যা করে। যারা এ হত্যাকান্ডের পিছনে ইচ্ছায় হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক সম্পৃক্ত ছিল তারা নিশ্চয়ই এখন তা অনুভব করছেন। তবে প্রয়াত নাজিমউদ্দিন মাহমুদ এ সম্পর্কে একান্ত আলাপকালে এ বিষয়টি নিয়ে আলাপকালেই নিজেই আবেগ আপ্লæত হয়ে অনুশোচনা করেছেন। আসলে দেওভোগবাসীর ঐক্য নষ্টের জন্য যুগের পর যূগ ষড়যন্ত্র হয়েছে। বিপদে পড়ে সবাই দেওভোগবাসীর সহায়তা পেয়েছে আবার বিপদ সেড়ে গেলে তারাই দেওভোগগ্যা বলে গালি দিতে কার্পন্য করেনি। এই বাস্তবতা মেনেই দেওভোগবাসী সকলের বিপদে সাহায্যের হাত প্রসারিত করেছে। আর সুযোগ বুজে দেওভোগের হাতে গুনা কিছু মোনাফেক নিজস্ব স্বার্থের জন্য দেওভোগের ঐক্য নষ্টের জন্য কাজ করেছে।একুশ বছর পর হলেও মেয়র আইভী আবারো দেওভোগবাসীর মধ্যে ঐক্য গড়তে চাইছেন। একুশ বছর আগের সেই কিশোরী আইভী এখন পরিনত রাজনৈতিক নেএী। দেশের প্রথম নারী মেয়র আইভী এখন সবদিক দিয়ে পরিপক্ক। রাজনৈতিক বক্তব্য হলেও গত শুক্রবার রাতে মেয়র আইভীর বক্তব্য দেওভোগবাসীকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দেওভোগবাসীকে ঐক্যবদ্ধ করার এখনই সঠিক সময় আর এসময়কে আইভী কাজে লাগিয়ে দেওভোগের ঐতিহ্য ফিরিয়ে আনবে এমন প্রত্যাশা দেওভোগবাসীর।
স্বাধীনতার অনেক আগে থেকেই দেওভোগবাসীদের আলাদা মর্যাদা ছিল সমগ্র নারায়ণগঞ্জে। স্বাধীনতার পর দেওভোগবাসীর এই ঐক্য ধরে রাখেন প্রয়াত আলী আহাম্মদ চুনকা। যদিও ৮৪ সালের পৌর নির্বাচনে দেওভোগের দুই জনই একই পদে দাঁড়িয়ে দেওভোগবাসীকে বিভক্ত করার চেষ্টা করা হয়। বাস্তবে সেই বিভক্তি তেমন একটা সফলতা পায়নি সেই সময়কার ষড়যন্ত্রকারীরা। এক সময় ঐক্যবদ্ধ দেওভোগে বাহিরের লোকজনের বসবাস তেমন একটা ছিল না। যে কারণে একজন অপরজনকে যেমন ভালভাবে চিনতো জানতো এবং একে অন্যের সুখ দু:খে ঝাপিয়ে পড়ত। সময়ের সাথে পাল্লা দিয়ে দেওভোগে আশেপাশের এলাকার লোকজনের বসতি শুরু হলে আদি দেওভোগবাসীরা অনেকটাই একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। যা এখনো চলমান। ঠিক এই সময়ে সেলিনা হায়াত আইভীর এই উদ্যোগ দেওভোগবাসীকে দলমত নির্বিশেষে আবারো ঐক্যবদ্ধ করবে এমনটাই প্রত্যাশা দেওভোগবাসীর মত আমি পোষণ করি। দেওভোগবাসীর ঐক্য নারায়ণগঞ্জের শহরের উন্নয়নে গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করতে পারে। যা একমাত্র আইভীর পক্ষেই করে দেখানো সম্ভব।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯