শিরিনা আক্তার রীনা
বয়স আমার পঞ্চাশ পার হয়েছে অনেক দিন আগে।
কেউ কেউ বলতেই পারে আমাকে বুড়ি,
তাতে আমার কিচ্ছুই আসে যায় না।
বেঁচে আছি কবিতা নিয়ে কবিতার পাতায় পাতায়।
মন ভোলানো রুপ নেই হয়তো আমার , তাতে কি..?
সকলকে মন দিয়ে ভালোবাসি এটাও কম কিসের?
রঙিন প্রজাতির মতো মিষ্টি হাসিতে সবার মন ভরিয়ে চলতে চেষ্টা করি।
খেয়ালী মন আমার সময়ে সময়ে কত কথাই না বলে চলে!
তাই তো স্বপ্নগুলো লিখে যাই কবিতায় কবিতায়।
আমার ষোড়শী স্বপ্ন গুলো তোমাকে সব দিয়ে যাবো,
তোমার হৃদয় কুঞ্জে সযতনে রেখে দিও প্রিয়।
হিসাবের কথামালার প্রয়োজন নেই আমার,
মিষ্টি হাসিতে ভরে দিও তুমি আমাকে,
তোমার মুখের ছুড়ে দেয়া কথা দিয়ে কাব্য সাজাবো আমি।
হাল্কা করে কাজল এঁকেছি আমার দু’নয়নে,
ইচ্ছে গুলোকে সাজিয়েছি স্বযতনে আনমনে।
বয়সের ভারে ভুলে যাই আজকাল সব কিছু,
তুমি যখন বুড়ি বলো আবার মনে পড়ে যায়।
আমি এক মধ্য বয়সী কাজল নয়না নারী ,
মনের সবটুকুন মাধুরী দিয়ে সাজাই নিজেকে নিজের মতন।
নিজে বাঁচতে চাই আমি নিজের মতন করে,
কোনো শাসন যেনো আমাকে রুখতে না পারে আমি যেন আর থেমে না যাই।
বয়স আমার ৫০/৫৪ যাই হউক, মন তো আজও কিশোরী আমার ।।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯