ডান্ডিবার্তা রিপোর্ট “আমরা নারী” সংগঠনের উদ্যোগে কর্মজীবী নারীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার বিষয়বস্তু ছিল, “কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন”। গতকাল রবিবার নারায়ণগঞ্জ বিসিক শিল্প নগরীতে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় নারীদের ব্যাক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি, নারীদের সামাজিক নিরাপত্তা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় মূল আলোচক ছিলেন “আমরা নারী” সংগঠনের সাধারণ সম্পাদক কানিজ কাগজি ভুঁইয়া। কানিজ কাগজি ভুঁইয়া বলেন, কর্মজীবী নারীরা পরিবার এবং সমাজে নানাভাবে নিগৃহীত হয়। বেশিরভাগ ক্ষেত্রে সম্মানহানি হবে বিবেচনায় নারীরা নিগৃহীত হওয়ার বিষয়টি চেপে যান যা অপরাধীদের আরও উৎসাহিত করে। তিনি নারীদের আরও প্রতিবাদি এবং অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন অনেক ক্ষেত্রে নারীর ভুমিকা পুরুষের চাইতে বেশী। তারপরেও নারীদের উপর নানা বৈষম্যমূলক আচরণ করা হয় যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। আমরা নারীরা আমাদের অধিকারের ন্যায্যতা নিয়ে কথা বলছি। আলোচনা শেষে কানিজ কাগজি কর্মজীবী নারীদের ব্যাক্তিগত খোঁজখবর নেন। কর্মশালায় বিভিন্ন কলকারখানার নারী কর্মীরা অংশগ্রহণ করেছেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯