
প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার কাতার প্রবাসীদের মরদেহ অর্ধেক খরচে বহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার কাতারে কোনও প্রবাসী মৃত্যুবরণ করলে অর্ধেক খরচে মরদেহ দেশে নিয়ে আসবে বাংলাদেশ বিমান। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কাতার প্রবাসীরা বলছেন- ভবিষ্যতে যাতে এই ধারা অব্যাহত রেখে বিনা খরচে পরিবহন করা হয় প্রবাসীদের মরদেহ।
এর আগে কোনও প্রবাসীর মরদেহ পাঠাতে খরচ হতো ৩৬০০ কাতারি রিয়াল অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা। এখন তা কমিয়ে ১৮০০ কাতারি রিয়াল বা ৬০ হাজার টাকা দিয়ে প্রবাসীদের মরদেহ খুব দ্রুততম সময়ে পাঠানো যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন।
শুধুমাত্র দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস থেকে মৃত ব্যক্তির একটি সার্টিফিকেট নিয়ে বিমান অফিসে আসলেই এই সুবিধা পাবে নিহত পরিবারের স্বজনরা। যাদের র্যামিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে আর যেসব প্রবাসী বিদেশে মারা যাচ্ছে তাদের মরদেহ পাঠানোর খরচ ৫০% কমানোর জন্য বাংলাদেশ বিমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
কাতারে এর আগে কোনও প্রবাসীর মৃত্যু হলে মরদেহ দেশে নেয়ার জন্য নিজেরাই বা কাতারি মালিককে খরচ বহন করতে হত। এই ঝামেলার কারণে অনেক সময় বাধ্য হয়ে লাশ কাতারে দাফন করা হয়েছে। তাই সরকারি খরচে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী শ্রমিকের মৃত্যু হলে লাশটি যেন বিনাখরচে বাংলাদেশে নিয়ে আসা হয় এমন দাবি জানান কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ।
বর্তমান কোনও প্রবাসীর মরদেহ দেশে গেলে বিমানবন্দর থেকে তার পরিবারকে ৩৫ হাজার টাকা দেয়া হয় দাফনের জন্য। পরে আরও ৩ লাখ টাকা দেয়া হয় তার পরিবারের খরচের জন্য।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯