আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৮:২৬

সেই প্রতারক মোশারফ এখনো অধরা

ডান্ডিবার্তা | ০৭ এপ্রিল, ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রতারক মোশারফ বিভিন্ন কায়দায় নারায়ণগঞ্জে প্রতারনা অব্যহাত
রেখেছে। প্রতারক গøাস ব্যবসায়ী মোশারফ সাংবাদিকের কাছ
থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া
ছাড়াও বিভিন্ন জনের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে
নিয়ে ২ সন্তানের জননী স্বর্ণকে নিয়ে চম্পট দেয়। পরবর্তিতে তার
শ^শুড় পরশ মোশারফকে কৌশলে নিজ আয়ত্বে আনার পর মোশারফ
পাওনাদারদের টাকা পরিশোধে তালবাহানা শুরু করে। একাধিকবার
পত্রিকা অফিসে আসছি বলে কথা দিলেও অদ্যবাদি সে আর আসেনি।
বিষয়টি নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলম
খোরসেদকে অবাহিত করা হয়। মোশারফ এখন বিভিন্ন ভাবে শ^শুরের
নাম ব্যবহার করে প্রতারনা অব্যাহত রেখেছে। সদর থানার পুলিশ
রহস্যজনক কারণে তাকে আইনের আওতায় আনছে না। নারায়ণগঞ্জ
মাসদাইরের প্রতারক গøাস ও থাই এলোমোনিয়াম ব্যবসায়ী
মোশারফকে ১ বছরেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রতারক
মোশারফের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে
পুলিশ তাকে এক বছরেও গ্রেফতার করেনি। সে নারায়ণগঞ্জে বসবাস
করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। সে গøাস ও থাই ব্যবসার
নামে বিভিন্ন জনকে কোম্পানী থেকে কম দামে মালামাল দেয়ার নাম
করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে মাল না দিয়ে টাকা
আত্মসাতসহ নানা ভাবে প্রতারনা করে আসছে। তার বিরুদ্ধে
থানায় অভিযোগ করা হলেও পুলিশ কার্যত: কোন পদক্ষেপ নেয়নি।
প্রতারক মোশারফকে গ্রেফতারের বিষয়ে অভিযোগের তদন্তকারীকর্মকর্তা নারায়ণগঞ্জ মডেল থানার এসআই ফারুক জানান,
প্রতারক মোশারফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সদর থানায় অভিযোগ
দায়ের করার পর তৎ্যকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা এইআই ফারুক
হোসেনকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ দিন পর
অভিযোগকারী এসআই ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি
জানান, প্রতারক মোশাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে একাধিক
সূত্র জানা গেছে প্রতারক মোশারফ নারায়ণগঞ্জেই বসবাস করছে।
জানা গেছে, মাসদইর এলাকার আব্দুল খালেকের ছেলে প্রতারক মোশারফ
২০২২ সালে দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান
বাদলের বাড়ির গøাস ও থাই কাজের ঠিকাদারী নেয়। এ সময় সে ২ লাখ
টাকা অগ্রিম নেয়। পরে ২০২৩ সালের ২২ জানুয়ারি পুনরায়
কোম্পানী থেকে কম দামে মাল কিনে আনার নাম করে আরো ২ লাখ
টাকা নেয় এবং একই বছর ২ মার্চ মাল চলে আসছে বলে আরো
একলাখ মোট ৫ লাখ টাকা হিতিয়ে নিয়ে সে আত্মগোপনে চলে
যায়। পরবর্তিতে কোন মাল না আসায় এবং কাজ না করে দেয়ায়
হাবিবুর রহমান বাদল বাদি হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় লিখিত
অভিযোগ দায়ের করেন। কিন্তু ১ বছরেও পুলিশ প্রতারক মোশারফকে
গ্রেফতার করেনি। এনিয়ে পুলিশ ভ’মিকা নিয়ে নানা প্রশ্ন দেখা
দিয়েছে।



Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা