আজ মঙ্গলবার | ৩ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১১:২৬

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | ৩০ এপ্রিল, ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ

হাবিবুর রহমান বাদল
নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের অনুসারী ছাড়াও তার নির্বাচনী এলাকার অনেক রাজনৈতিক প্রতিপক্ষ তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন। নাসিম ওসমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন যিনি সদর ও বন্দরের উন্নয়নে আমৃত্যু চেষ্টা করে গেছেন। শত প্রতিক‚লতার মাঝেও নাসিম ওসমান ভেঙ্গে পড়েননি। ৭৫’ সালে বঙ্গবন্ধু হত্যার পর নাসিম ওসমান এই হত্যার প্রতিশোধ নেয়ার লক্ষ্যে নব পরিনিতা স্ত্রীকে রেখে ভারতে পাড়ি জমান। চার চারবার সদর ও বন্দর আসনের নির্বাচিত সাংসদ নাসিম ওসমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। কোন ষড়যন্ত্রই নাসিম ওসমানকে ধমাতে পারেননি। জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হওয়া স্বত্তে¡ও বঙ্গবন্ধুর শুধু একনিষ্ট ভক্তই ছিলেন না বরং জাতীয় পার্টির সভায় প্রকাশ্যে জয় বাংলা শ্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করতেন। নাসিম ওসমান গণতন্ত্র প্রতিষ্ঠায় দুইবার অস্ত্র হাতে তুলে নেন। একবার মহান মুক্তিযুদ্ধে আরেকবার বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে। যে কারণে অনেকেই তাকে দুই বারের মুক্তিযোদ্ধা বলতেন। নাসিম ওসমান পেশাদার সাংবাদিকদের যেকোন বিপদে দলমত না দেখে তাদের পাশে দাঁড়াতেন। তিনি চাটুকার নামধারী সাংবাদিকদের চাইতে পেশাদার সাংবাদিকদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। নাসিম ওসমান পেশাদার সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছেন। এমনকি প্রয়োজনে অপ্রয়োনে পেশাদার সাংবাদিকদের সুখ দু:খে এগিয়ে যেতেন নাসিম ওসমান। এক কথায় এ কে এম সামসুজ্জোহার এই বিশেষ গুনটি একমাত্র তার ৩ পুত্রের মধ্যে নাসিম ওসমানই পেয়েছিলেন। প্রয়াত সামসুজ্জোহা স্বাধীনতার পর পেশাদার সাংবাদিকদের প্রয়োজনে অপ্রয়োজনে স্বেচ্ছায় যেভাবে পাশে দাঁড়াতেন ঠিক একই ভাবে প্রয়াত নাসিম ওসমান পেশাদার সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সুখ দু:খের অংশিদার হতেন। যে কারণে মনে হত নাসিম ওসমান একমাত্র পেশাদার সাংবাদিকদের যেন অকৃতিম বন্ধু। এক্ষেত্রে তিনি রাজনৈতিক পরিচয় দেখতেন না। দেখতেন পেশাদার সেই সাংবাদিক আসলেই তার পেশাগত ভাবে সৎ কি না? নাসিম ওসমান চাটুকার সাংবাদিকদের আশ্রয় প্রশ্রয় খুব একটা দিতেন না। নারায়ণগঞ্জের উন্নয়নে যে মানুষটি কাজ করেছেন তার বিরুদ্ধেই বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে। বাচ্চু চৌধুরীর হত্যাকান্ডে জড়িতসহ চাষাড়ায় জোড়া খুনের মামলায় তাকে জড়ানোর চেষ্টা হয়েছে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে নাসিম ওসমান সদর-বন্দর আসনের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তার কাছে কোন নেতাতো দূরের কথা কোন কর্মীও খালি হাতে ফিরেনি। পেশাদার সংবাদকর্মীদের তিনি প্রচন্ড ভালবাসতেন। নারায়ণগঞ্জের সৎ ও নিষ্ঠাবান সংবাদকর্মীদের সুখ দুঃখে নাসিম ওসমান সব সময় পাশে দাঁড়াতেন। তাদের সুখ ও দুঃখের খবরের পাশাপাশি ব্যাক্তি জীবনেও নাসিম ওসমান পেশাদার সাংবাদিকদের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। যদিও ধান্দাবাজ সাংবাদিকদের তিনি কখনো প্রশয় দিতেন না। নাসিম ওসমান সাংবাদিকদের শুধু সুখ দুঃখের সাথীই ছিলেন না বর্তমানে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওর্নাস এসোসিয়েশন গঠনে তিনি শুধু উৎসাহই দেননি বরং এ সংগঠন সৃষ্টির পিছনে তার অবদান অনস্বীকার্য। প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জকে একটি আধুনিক নগরীতে পরিনত করতে চেয়েছিলেন। শীতলক্ষ্যা সেতু নির্মানে আমৃত্যু নাসিম ওসমান কাজ করে গেছেন। বার বার শীতলক্ষ্যা সেতুর নির্মানকাজ শুরুর সিদ্ধান্ত হলেও একটি বিশেষ মহল বার বার শীতলক্ষা সেতুর নির্মানকাজ বন্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন। যে কারনে দীর্ঘদীন পরে শীতলক্ষা সেতুর নির্মান সম্পন্ন হয়। নাসিম ওসমান শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ের আমূল পরিবর্তন ঘটান। যার ফসল এখন বন্দরবাসী ভোগ করছে। এছাড়া নাসিম ওসমান নারায়ণগঞ্জের গ্যাস সংকট সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। নাসিম ওসমান একজন জাতীয় রাজনৈতিক নেতাই ছিলেন না বাস্তবে নাসিম ওসমান ছিলেন একজন শিশু মনের অধিকারী মানুষ। যারা নাসিম ওসমানের সাহচর্যে না এসেছেন তারা বুঝতে পারবে না নাসিম ওসমান বাহিরে ও ভিতরে দুইটি ভিন্ন স্বত্ত¡ার অধিকারী ছিল। ২০১৪ সালে নারায়ণগঞ্জের সাংবাদিকদের মিলন মেলায় তার প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। সর্বশেষ ২৯ এপ্রিল নাসিম ওসমান ভারত থেকে টেলিফোনে বলেছিল, আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি অবশ্যই যথাসময়ে আসব। হ্যাঁ-নাসিম ওসমান যথা সময়ে বাংলাদেশে এসেছিলেন তবে জীবিত নাসিম ওসমানকে আমরা পাইনি। পহেলা মে নাসিম ওসমানের মরদেহ গ্রহন করি। অথচ এমনতো হওয়ার কথা ছিল না। কথা ছিল নারায়ণগঞ্জ ক্লাবে পহেলা মে বিকালে নাসিম ওসমানকে সাংবাদিক মিলন মেলার অনুষ্ঠানে আমরা তাকে অভ্যর্থনা জানাব। নাসিম ওসমানকে আমরা অভ্যর্থনা জানাতে পারিনি তবে মাটি ও মানুষের নেতা শিশু সুলভ মনের অধিকারী নাসিম ওসমানকে আমরা শাহ্জালাল আন্তজাতিক বিমান বন্দরে স্যালুট জানিয়েছি। নাসিম ওসমান নারায়ণগঞ্জবাসীর বিশেষ করে খেটে খাওয়া মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। তার শত্রæ ভাবাপন্ন মানুষও এখন নাসিম ওসমানের কর্মময় জীবন নিয়ে আলাপকালে স্বীকার করে আসলেই নাসিম ওসমান একজন শিশু সুলভ মনের মানুষ ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩২
  • ৬:২৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা