News

কাশীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০১৯ | ৯:৪০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাশীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাশীপুর খিল মার্কেট ঢালি বাড়ি এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিব ঢালির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফারুক সরদান, যুবলীগ নেতা ফরহাদ ঢালিসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদ হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।