আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৩১

বাবুরাইলে অবৈধ মেলায় বিভা হাসানের পকেট ভারি

ডান্ডিবার্তা | ০৪ জুলাই, ২০২৪ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বছর না ঘুরতেই ফের অবৈধ মেলা বসিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নগরীর ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের বিরুদ্ধে। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের বাবুরাইল লেকসংলগ্ন খেলার মাঠে মেলা বসিয়ে অবৈধ কার্মকাÐ ও বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে। বিভা ও তার স্বামী বিএনপি নেতা হাসান আহমেদের ছত্রছায়ায় তাদের অনুগত লোকজন মেলার আড়ালে এই অবৈধ কর্মকাÐ করছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলছে, প্রতি বছরের মতো এবারও এই মেলা বসিয়ে, মেলায় আগত দোকানদারদের কাছ থেকে সালামি বাবদ প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিভা হাসান। তবে এই মেলা বসানোর বিষয়টি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অবগত নয়। কাউন্সিলর বিভা হাসানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা গেছে, নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা আফরোজ বিভার স্বামী বিএনপি নেতা হাসানের সহযোগী সহ এলাকার কয়েক জন যুবকের অধীনে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। তবে জুয়া, মাদকসহ নানা অপকর্মের জন্য এটি সমালোচনার মুখে পড়ে। তাই গেলো দুই বছর যাবৎ মেলাটির নাম দেওয়া হয় ঈদ আনন্দ শিশুমেলা। অথচ এবারও এই মেলাকে ঘিরে বিভিন্ন অপকর্ম ও বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাবুরাইলের এক বাসিন্দা বলেন, ‘মেলায় দোকান বসানোর শর্তে দোকানিদেও কাছ থেকে মোটা অংকের টাকা সালামি নিয়েছে বিভা। তার উপর বৈদ্যুতিক খুটি থেকে চুরি করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মেলায়। সেই বিদ্যুতের জন্য আলাদাভাবে টাকা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। বাবুরাইলের প্রভাবশালী বিএনপি নেতা মজিদ, হাসান, তার স্ত্রী বিভা হাসানরাই সব করে প্রতি বছর। এ বিষয়ে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যতদুর জানি এই মেলা বসিয়েছে সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিভা হাসান। প্রতি বছরই ওরা বসায়। আপনারা (সাংবাদিকরা) তো গতবারও নিউজ করেছিলেন। এখন যদি তার লজ্জা না হয়, তাহলে কি বলার আছে। আমাকে বলা হয়েছিলো, তারা নাকি ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছে। এখন আপনারা অনুসন্ধান করে দেখেন, আসলেই তারা অনুমতি নিয়েছে কিনা? এ বিষয়ে মেয়রকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে রিয়াদ হাসান বলেন, মেয়র নিজেও এই ওয়ার্ডেরই বাসিন্দা। তিনিও অবগত আছেন এই মেলার বিষয়ে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বলেন, আমি একটি শালিসে আছি, পরে ফোন দেন। কিন্তু পরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘আমার শাখা থেকে বাবুরাইলে কোনো মেলার অনুমতি দেয়া হয়নি। অন্য কোনো শাখা থেকে দেয়া হয়েছে কিনা তা আমি জানি না। এ বিষয়ে অধিকতর জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি জানান, সাম্প্রতিককাল তথা গত ২/৩ মাসে আমরা কোনো মেলার অনুমোদন দেই নি। আপনার মাধ্যমে মেলার বিষয়ে জানতে পারলাম, এখনই এই মেলা বন্ধে ও উচ্ছেদে ব্যবস্থা নিচ্ছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024