আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:১১

চাপের মুখেই বিএনপির রাজনীতি

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৪ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দ্বাদশ নির্বাচন বর্জনের আহবাজ জানিয়ে আন্দোলন করার পর এবার উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে আওয়ামীলীগ। কিন্তু দ্বাদশ নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে তেমন না গেলেও উপজেলা নির্বাচনে সারা দিচ্ছে। এতে করে বিএনপির সেই আন্দোলন প্রায় ব্যর্থই বরা চলে। এভাবে বিএনপির নতুৃন একটি চাপের মুখে পড়েন। আওয়ামীলীগের দাবি বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে আছে। কারণ, আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারেও লেগেছে। ষড়যন্ত্র মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে সারা দেশে যে ভয়-ভীতি সৃষ্টি করেছিল, সে কারণেই জনগণ তাদের পাশে নেই। বিএনপি নেতারা ঝিমিয়ে পড়েছে। কর্মীরা হতাশ হয়ে পড়েছে।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের ফাঁদে আটকা। তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত¡াবধায়ক সরকার। এ মামলায় তার সাজা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়াতে তিনি বাসায় আছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেনি। বিএনপির নেতা-কর্মীরা বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতেও ব্যর্থ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর আমরা ব্যাপকভাবে উদযাপন করব। এদিকে বিএনপি তারপও থেমে নেই। তারা দাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024