আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৪৬

না’গঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এখন আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’। জেলার এমন কোনো উপজেলা নেই, এমন কোনো ইউনিয়ন নেই- যেখানে কিশোর গ্যাং নেই। বিশেষ করে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর প্রতি পাড়া-মহল্লায় কিশোর গ্যাং এখন যেন এক ‘বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে। ধনীর দুলাল থেকে শুরু করে হতদরিদ্র পরিবারের উঠতি বয়সের কিশোরাও জড়িয়ে পড়েছে এই গ্যাং কালচারে। এমনকি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও বাদ যাচ্ছে না এই গ্যাং কালচার থেকে। পাড়া-মহল্লায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য ধরে রাখতে এই কিশোর গ্যাংয়ের নেপথ্য ছত্রছায়ার কাজটি করছে ওই এলাকার রাজনৈতিক নেতা বা প্রভাবশালীরা। গত ৩ বছরে পুরো জেলায় এই কিশোর গ্যাং ইস্যুতে খুনের মতো ঘটনা ঘটেছে কমপক্ষে দেড় ডজন। তাছাড়া দুই গ্রæপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধারালো অস্ত্র হাতে দলবেঁধে চলা, পথিমধ্যে প্রকাশ্যে কাউকে কুপিয়ে জখম করা তাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রায় প্রতি পাড়া-মহল্লাতেই কিশোর গ্যাং এখন অনেকটাই সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিংবা আধিপত্য বিস্তারে এসব কিশোর অপরাধী প্রকাশ্যেই খুন-খারাবির মতো অপরাধ করে বেড়াচ্ছে। শুধু নারায়ণগঞ্জ শহরেই শতাধিক কিশোর গ্যাং রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন নামে এসব কিশোর গ্যাং একেক পাড়া-মহল্লা শাসন করে। স্থানীয়দের দাবি—কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দিনে দিনে বাড়ছে কিশোর গ্যাং। এ ব্যাপারে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের আহŸায়ক বদরুল হক বলেন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ভয়ংকর অবস্থা। এর জন্য আমি মাদকের বিস্তারকেই দায়ী করছি। মাদকের টাকা জোগাড় করতে সংঘবদ্ধ হয়ে তারা হত্যার মতো নানা অপরাধ করে। অবশ্যই রাজনৈতিক ছত্রছায়াও এর জন্য দায়ী। কেউ না কেউ তাদের মদদ দিচ্ছে। সেজন্য তারা এমন বেপরোয়া হয়ে উঠেছে। স¤প্রতি কিশোর গ্যাংয়ের গ্রæপের লীডার রাইসুল ইসলাম সীমান্ত ও তার সহযোগীরা গত ২৩ জুন সন্ধ্যায় সিটি করপোরেশন ২ নম্বর ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে হামলা চালিয়েছে কিশোর গ্যাং ‘টেনশন গ্রæপ’। এ সময় এ গ্রæপের সদস্যরা যুবলীগ নেতা ও নেত্রীকে মারধর ও শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। যুবলীগ অফিসে হামলা, ভাংচুর, মারধর ও যুব মহিলালীগ নেত্রীর শ্লীতাহানির ঘটনায় দুর্র্ধষ সন্ত্রাসী ‘টেনশন ও ডেভিল এক্স’ গ্রæপের ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। গত ২৪ জুন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্থানীয় যুব মহিলালীগের নেত্রী ফাতেমা আক্তার। মামলার আসামীরা হলেন, দুর্র্ধষ কিশোরগ্যাং সন্ত্রাসী ‘টেনশন গ্রæপ’র লিডার সীমান্ত (২৭), মইন (২৬), জামাল (২১), অন্তর (১৯), মিলন (২০), সুজন ফকির (২২) ও ‘ডেভিল এক্স’ গ্রæপের লিডার শারিফ (১৮)। তবে বাদীর অভিযোগ, হামলার নির্দেশদাতা কিশোরগ্যাং গ্রæপের পৃষ্ঠপোষক একাধিক মামলার আসামী শফিকুল ইসলামকে মামলা থেকে বাদ দিয়েছে পুলিশ। এর আগে বুধবার (২২ মে) সকালে সাদমান চৌধুরী (২১) নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে কিশোর গ্যাং টেনশন গ্রæপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত। অভিযোগের তথ্যমতে, অপহরণের শিকার সাদমান চৌধুরী তার বন্ধু তানভীর আহমেদ মাহিরের সঙ্গে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঘুরতে আসে। তারা সেখানে আড্ডা দেওয়ার সময়ে ‘টেনশন গ্রæপ’ লিডার রাইসুল ইসলাম সীমান্ত তার সঙ্গীয় দলবল নিয়ে তাদের আটক করে মারধর করে। মারধরের একপর্যায়ে তানভীর আহমেদ মাহির কৌশলে পালিয়ে যান। পরে সীমান্তসহ তার সহযোগীরা সাদমানকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। এরপর তাকে আটক করে তার বড় ভাইয়ের কাছে ফোন করে অর্থ দাবি করে। ঘটনা জানাজানি হলে সীমান্ত ভুক্তভোগী সাদমানের আইফোন-৭ মোবাইল, গলায় থাকা স্বর্ণের চেইন এবং হাতের আংটি ছিনিয়ে রেখে দেন। প্রথম অবস্থায় সাদমানের মোটরসাইকেল ছিনিয়ে নিলেও পরবর্তীকে তা ফিরে দেন। মুক্তিপণ দাবির বিষয়ে সাদমানের ভাই শোভন বলেন, মঙ্গলবার রাতে তার ভাইকে আটক করে তারই ফোন দিয়ে আমাকে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরবর্তীতে আমি অল্প কিছুক্ষণের সময় চাই তাদের কাছে। এক ঘন্টা পর জানতে পারি যে আমার ভাইকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ও স্বর্ণের চেইন রেখে ছেড়ে দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট (নাসিক) ২নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বসতবাড়িতে মধ্যরাতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কাউন্সিলরের দাবি ওই এলাকার পরিচিত গ্যাং টেনশন গ্রæপ লিডার সীমান্ত ও তার বাহিনীর সদস্যরা এটি ঘটিয়েছে। পরবর্তীতে দ্বিতীয়বারের মতো ৫ সেপ্টেম্বর ফের তার বাড়িতে ওই টেনশন গ্রæপের বাহিনীরা হামলা চালান। পরদিন ৬ সেপ্টেম্বর বুধবার বিকালে একলাছুর রহমান নামের এক ব্যবসায়ীর বতসবাড়িতে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। ভুক্তভোগী একলাছুর রহমানের দাবি ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। কিন্তু তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় তার বাড়িতে হামলা করা হয়েছে।দুই দিন পর ২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিবকে বেধড়ক মারধর করে ভাংচুর করা হয় অফিসে। তবে এ ঘটনা কোনো আইনি সহয়তা পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগী ইকবাল হোসেন।পরে ১০ সেপ্টেম্বর রাতে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের ‘স’ মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এই গ্যাং। সর্বশেষ ২৮ সেপ্টেম্বর ওই এলাকার আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর একটি কয়েল কারখানায় সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে এ বাহিনীর বিরুদ্ধে। এছাড়াও সিদ্ধিরগঞ্জে আরেক কিশোর গ্যাং লিডার অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার হওয়া তানজিম কবির সজু জামিনে বেড়িয়ে ফের সন্ত্রাসী বাহিনী গোছানোর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। এ বাহিনীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একাধিক অভিযোগে থানায় ডজনেরও বেশি মামলা রয়েছে। এদিকে স¤প্রতি বেশ কয়েকটি ঘটনায় তটস্থ নারায়ণগঞ্জবাসী। শহরের চাষাঢ়ায় আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ফতুল্লার কুতুবপুর ক্যানেলপাড় এলাকায় সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় সালমান নামে এক কিশোরকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাসদাইরে এক ভ্যানচালককে মেরে দৃষ্টিশক্তি নষ্ট করে দেওয়া হয়েছে। রূপগঞ্জে প্রকাশ্যে এক যুবকের অস্ত্র নিয়ে গুলি ও অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়েছে। এসব ঘটনায় আতঙ্কিত মানুষজন। শুধু শহরেই নয়, জেলাজুড়ে রয়েছে অসংখ্য কিশোর গ্যাং। তাদের ঠেকাতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজসহ সাধারণ মানুষের। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, কিছু দিন ধরে আবারও বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের উৎপাত। অযথাই হামলে পড়ে প্রতিপক্ষ কিংবা সাধারণ মানুষের ওপর। দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ভাঙচুর করে বাড়িঘর, দোকানপাটে। তাদের ভয়ে তটস্থ থাকতে হয় সাধারণ মানুষকে। স¤প্রতি আধিপত্য বিস্তার কেন্দ্র করে শহরের মাসদাইর ও জামতলা এলাকায় দেশি অস্ত্র নিয়ে রেস্তোরাঁ এবং বাড়িঘর ভাঙচুর চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এক কিলোমিটার এলাকাজুড়ে চলে তাদের তাÐব। ছুরিকাঘাত করে পুলিশ সদস্যসহ আরও কয়েকজনকে। পিটিয়ে রক্তাক্ত করা হয় পথচারীদের। মাদক নিয়ে দ্ব›েদ্ব চাষাঢ়ায় প্রকাশ্যে এক যুবককে হত্যার ঘটনাও ঘটেছে। হামলার ভুক্তভোগী সজীব আহাম্মেদ জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কিছু বলতে গেলে কুপিয়ে মানুষ হত্যা করে তারা। তাদের ভয়ে কেউ মুখ খুলে না। এলাকায় এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে। কলেজ ছাত্রী নাজমা আক্তার বলেন, কলেজের সামনে এবং রাস্তায় তারা দাঁড়িয়ে থাকার থাকে। প্রায়ই আমাদের ইভটিজিং করে তারা। এ থেকে আমরা পরিত্রাণ চাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘রাজনৈতিক নেতাদের কেউ কেউ নিজেদের মিটিং-মিছিলে লোক বাড়াতে এই কিশোর গ্যাংদের উৎসাহ দিয়ে ব্যবহার করে। যারা কিশোর গ্যাংয়ের বিপথগামী তারা হয়তো চিন্তা করে পরিচয়টা কাজে লাগিয়ে একটা সুযোগ নেওয়া যাবে।’ কিশোর অপরাধ কমাতে পারিবারিক শাসন ও সচেতনতার ওপর জোর দিয়ে সামাজিক মূল্যবোধ বাড়ানোর পরামর্শ দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়া বলেন, কিশোর গ্যাং দমনে সচেতনতার অংশ হিসেবে আমরা ওপেন হাউস ডে করছি। আমরা বিট পুলিশের কার্যক্রম আরও বৃদ্ধি করছি। জনগণকে সঙ্গে নিয়ে সচেতনাও সৃষ্টি করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024