আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৫০

বন্দরে ড্রেজার ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৪ | ১১:১৪ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে ড্রেজার ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মায়ের দোয়া আনলোড ড্রেজারে সন্ত্রাসী হামলা চালিয়ে ড্রেজারের পাইপ ভাংচুর ও মেশিনারি যন্ত্রাংশ লুটপাট করে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী মাছুম ও সেলিম গং এর বিরুদ্ধে। ওই সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে ড্রেজার মিস্ত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ড্রেজার মিস্ত্রী সালাউদ্দিন (৪৫) মতলব থানার কাদিয়ারা এলাকার আবুল হোসেন প্রধানের ছেলে বলে জানাগেছে। গত বুধবার বন্দর উপজেলার বিবিজোড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে আনলোড ড্রেজারে সন্ত্রাসী হামলার ঘটনায় উল্লেখিত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরজমিন ঘুরে এলাকাবাসী সাথে কথা বলে জানা গেছে, বন্দর উপজেলার বিবিজোড়া এলাকার মৃত আব্দুল করিম চেয়ারম্যানের ছেলে আলম ও একই এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে আব্দুল মতিন মিয়া গত সোমবার সকালে এলাকায় মায়ের দোয়া নামক একটি আনলোড ড্রেজার স্থাপন করে। এ ঘটনায় একই এলাকার আব্দুর রহিম মিয়ার সন্ত্রাসী ছেলে মাছুম একই এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে সেলিম একই থানার চিনারদী এলাকার মৃত খলিল মিস্ত্রী ছেলে শাহাআলম ও চিনারদী এলাকার হত্যা মামলার আসামী ও কুখ্যাত সন্ত্রাসী চুইল্লা রাজু সন্ত্রাসী ভাই মিঠু এবং বন্দর খানবাড়ি এলাকার সন্ত্রাসী সায়মন খানসহ অজ্ঞাত নামা ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রাইভেট কার ও অটো ইজিবাইক যোগে বিবিজোড়া এলাকায় স্থাপনকৃত মায়ের দোয়া নামক আনলোড ড্রেজারে অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা আনলোড ড্রেজার ও পাইপ ব্যাপক ভাংচুর করে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধন করে। ওই সময় হামলাকারিরা ড্রেজারের কমপক্ষে ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন মেশিনারি যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ্য ড্রেজার ব্যবসায়ী আলম মিয়া গণমাধ্যমকে জানায়, প্রতিপক্ষ সন্ত্রাসী মাসুম, সেলিম, শাহআলম ও মিঠুসহ তাদের সাঙ্গপাঙ্গরা এলাকার চিহৃিত সন্ত্রাসী। গত সোমবার সকালে আমি একটি আনলোড ড্রেজার স্থাপন করি। উল্লেখিত সন্ত্রাসীরা খবর পেয়ে আমার নিকট টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে গত বুধবার রাতে উল্লেখিত চাঁদাবাজরা বহিরাগত সন্ত্রাসী এনে আমার আনলোড ড্রেজারে অর্তকিত হামলা চালিয়ে ড্রেজার ও পাইপ ব্যাপক ভাংচুর করে ২ লাখ টাকা ক্ষতিসাধনসহ আরো ১ লাখ টাকা মূল্যের ড্রেজারের মেশিনারি যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি আমরা বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনকে অবগত করি। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ড্রেজারের সন্ত্রাসী হামলার ঘটনাটি আমার জানা নেই। এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024