আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৫১

কঠোর আন্দোলনের পথে বিএনপি

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস পর এসে সরকারবিরোধী একদফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে যুগপতের শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। তবে আগামীর সেই আন্দোলনের কৌশল কী হবে, বিএনপি এবার কীভাবে এগোবে, তা জানতে চায় দলটির তৃণমূল। এ কারণে প্রধান শরিক বিএনপির কাছে একই জিজ্ঞাসা যুগপৎ আন্দোলনের মিত্রদেরও। বিএনপি বলছে, দলীয় ফোরাম ও মিত্রদের সঙ্গে আলোচনা করেই সরকারবিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে। বিএনপির বিগত আন্দোলনের ব্যর্থতায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, আগামীর আন্দোলনে কৌশলগত পরিবর্তন ছাড়া বিএনপি ও যুগপৎ শরিকদের জন্য লক্ষ্য অর্জন করা কঠিন হবে। বিএনপি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সরকারবিরোধী আন্দোলনে রয়েছে। কিন্তু তাদের যে লক্ষ্য অর্থাৎ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন, সেটা তারা আদায় করতে পারেনি। বরং এই আন্দোলনের পথে দলটির দাবি অনুযায়ী সারা দেশে লাখ লাখ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগের আন্দোলনও সফলতা পায়নি। বিএনপির তৃণমূলের নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা রাজপথে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। তবে আগামীর আন্দোলনের কৌশল কী হবে, কর্মপরিকল্পনা কী হবে, কেন্দ্রের কাছে তা জানতে চান তারা। সরকারবিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে গত ১২ থেকে ১৬ মে পর্যন্ত যুগপতের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেখানে শরিকরা বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। আগামীতে বিএনপি কীভাবে এগোতে চায়, টার্গেট কী, তা জানতে চায় গণতন্ত্র মঞ্চ। বৈঠকে আগামীর আন্দোলন সফলে বিএনপিকে বিগত আন্দোলন ব্যর্থতার যথাযথ কারণ অনুসন্ধানেরও তাগিদ দেয় গণতন্ত্র মঞ্চ। দলীয় সূত্রে জানা গেছে, যুগপতের কাঠামো ধরে রেখে ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির। জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস কেটে গেলেও এখনো আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করেনি দলটি। এদিকে এ সংবাদে নড়েচড়ে বসতে শুরু করেছে নারায়ণগঞ্জ বিএনপি। তারা প্রস্তুতি নিতে শুরু করেছে আন্দোলনে নামার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024