আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৪৪

সিদ্ধিরগঞ্জে সওজ’র জমি দখল করে নির্বিঘেœ চলছে অবৈধ স্থাপনা নির্মাণ

ডান্ডিবার্তা | ০৭ জুলাই, ২০২৪ | ৩:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের আমিজ উদ্দিন ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় সড়ক ও জনপদ (সওজ) এর জমি দখলে নিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেই যাচ্ছে। যেন দেখার কেউ নেই। এ বিষয়ে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। সিদ্ধিরগঞ্জের আটি এলাকার কয়েকজন জোরপূর্বক জমি দখলে নিয়ে নির্মাণ কাজ করায় ক্ষোভ জানিয়ে জমি উদ্ধারে নির্মাণ কাজ বন্ধে সওজকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের পাইনাদী এলাকার আমিজ উদ্দিন ফিলিং ষ্টেশন সংলগ্ন সওজ’র অধিগ্রহনকৃত জমি রয়েছে। এ মহাসড়কের দক্ষিন পাশের জমি সওজ’র অধিগ্রহনকৃত জমির সাথে স্থানীয়রা জমি দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। এলাকাবাসী জানায়, মহাসড়কের পাশে বিশাল গর্ত করে নির্মাণ কাজ করায় বৃষ্টিতে যে কোন সময় মাটি ধ্বসে বড় ধরনের ঘটনা ঘটার আশংকা রয়েছে। তাছাড়া সড়কের সাথে মার্কেট নির্মাণ করলে যানবাহন চলাচলে যানজটসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির হতে পারে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘœ ঘটতে পারে। ব্যস্ততম এ মহাসড়কে যানবাহন নির্বিঘেœ চলতে অবৈধ নির্মাণ বন্ধে কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী। এলাকাবাসী আরও জানায়, সওজ’র উপস্থিতিতে জমি মেপে সওজ’র জমি বাদ দিয়ে নির্মাণ কাজ করা উচিত। তাছাড়া বহুতল ভবন নির্মাণে রাজউকের নকশা অনুমোদনের নিয়ম থাকলেও এখানেও এটাও মানা হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জমি জোরপূর্বক দখলে নিয়ে জমিতে নির্মাণ কাজ করছে আটি এলাকার ইদ্রিস আলীর ছেলে আবু হোসেন, মকবুল হোসেন, নাজিরগংরা। এ সময় আবু হোসেন জানায়, সজও.র সাথে আমাদের জমি রয়েছে। আমরা সরকারের জমি ছেড়ে দিয়েই নির্মাণ কাজ করছি। সওজ’র নারায়ণগঞ্জ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস জানায়, সরকারী জমিতে কেউ স্থাপনা নির্মান করতে পারে না। বিষয়টি খোঁজ নিয়ে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024