আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৪৬

আ’লীগের এনার্জি ভারত: রিজভী

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৪ | ১০:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত আওয়ামী লীগ সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক। কারণ, ভারত আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা সবকিছু করতে পারে। গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন- ‘ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের’। কারণ, ভারতের সার্টিফিকেট থাকলে তারা (আওয়ামী লীগ) সবকিছু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার প্রশ্রয়ের কারণে বেনজীর-আজিজকাÐের মতো আরও অনেক কাÐ ঘটেছে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা সক্ষমতায় টিকে আছেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রক্তে ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে। আমরাই সব, আমরা যা বলবো সেটাই হবে। মানুষের অভিপ্রায়ের মূল্য তারা কখনোই দিতে জানে না। ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপির এ মুখপাত্র বলেন, বর্তমানে আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, কারও জমি দখল যেন তাদের অধিকার। লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ। তিনি বলেন, বিরোধীদলে থাকলে তারা একরকম থাকে আর ক্ষমতায় গেলে প্রভু বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী লীগ আর বিরোধীদলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। বিরোধীদলকে তো দাঁড়াতেই দেওয়া হয় না। তিনি বলেন, আজ শুধু বেনজীর বা আজিজকাÐ দেখছে সবাই। এটা তো সামান্য ঘটনা, আরও বড় বড় কাÐ আছে। সরকারের প্রশ্রয় দেওয়ার কারণেই এসব ঘটছে। সুভাস চন্দ্র বসুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার ও অপর্ণা রায় প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024