আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৪৭

নারায়ণগঞ্জে রথযাত্রা উদ্বোধনকালে মেয়র আইভী নানা নামে ডাকলেও মানুষ একজনেরই সৃষ্টি

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৪ | ১০:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকালে নগরীর দেওভোগের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ব্যানারে ও ইসকনের আয়োজনে এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এসময় নগরীর বিভিন্ন মন্দিরের আয়োজনে একে একে ভিন্ন ভিন্ন রথযাত্রা শহর প্রদক্ষিন করে। ইসকনের আয়োজনে দেওভোগ আখড়ায় জগন্নাথদেবের রথযাত্রার উদ্বোধন কালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বাংলাদেশ অসা¤প্রদায়িক দেশ। জাতির পিতা যেটা শুরু করেছিলেন তার কন্যা শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় কাজ করছেন। আমাদের মাঝে এখন ধর্মে অনেক দিক আছে। দিনশেষে আমরা একই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। তিনি সকল ধর্মকে ভালবাসেন। কোন কট্টর মতবাদ এখন আর চলবে না। আপনার বিচার হবে আপনার কর্মে। আইভী আরো বলেন, ঈশ্বরের নাম জপার জন্য, আল্লাহর এবাদত করার জন্য হাজার হাজার ফেরেশতা ও দেবতা আছে। আমাদের মানুষদের তৈরি করেছেন তিনি মানুষের কাজ করার জন্য। মানুষের সেবা করার জন্য। তিনি বলেন, আমার এলাকা এটা। বহু স্মৃতিবিজড়িত এ এলাকা। আমার বাবার হাত ধরে এ এলাকায় ঘুরেছি আমি। এই পুরো এলাকায় আমার বাবার হাত ধরে বিচরণ ছিল আমার। আমার যতটুকু করার দরকার আমি করব। আমি ওই চেয়ারে বসে দল মতের ঊর্ধে উঠে সবার জন্য কাজ করবো। মানুষের ওপর ভালবাসার আর কিছু নেই। মানুষের মর্যাদা মানুষের কাছে বিশাল। রক্ত সকলের এক। মানুষ একজনেরই সৃষ্টি, সেটা সৃষ্টিকর্তা। আমরা নানান জনে তাকে নানান নামে ডাকি। সুতরাং মানুষে মানুষে যেন ভেদাভেদ না থাকে। আইভী বলেন, আমরা অনেক বিষয় নিয়ে ঝগড়া করি। কিন্তু যারা মহান তাদের কাছে কোন জাত, ধর্ম, বর্ণ নেই। তাদের ধর্ম নেই, তাদের কাজ মানুষের জন্য কাজ করা। রথযাত্রার শুরুতে জগন্নাথদেবের পূজা ও ভোগ আরতি করা হয়। এরপর শোভাযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে এ রথযাত্রার আয়োজন শুরু হয়। সকল বয়সের সনাতন ধর্মালম্বী ভক্তরা দড়ি দিয়ে রথ টেনে নেওয়ায় অংশগ্রহহন করে। নগরীর বিভিন্ন মন্দিরের পক্ষ থেকে সাজানো রথ বের হয়ে শহর ও আশেপাশের এলাকা প্রদক্ষিন করে। যাত্রার সময় রথ থেকে বিভিন্ন ফল এবং খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। খুব আনন্দ এবং ভক্তির সাথে সেই প্রসাদ গ্রহন করে রথযত্রায় অংশগ্রহনকারীরা। রথযাত্রার সামগ্রীক এই আয়োজন চলবে ৯দিন ব্যাপি। এরপর উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে আমাদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত আছেন। মহোৎসব সফল করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়। এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। রথযাত্রা বিশ্ব মঙ্গলের জন্য, তাই এই রথযাত্রায় সব ধর্ম-বর্ণের মানুষ অংশ নিতে পারবেন। এসময় রথযাত্রায় অংশগ্রহনকারী বাসুদেব চক্রবর্তি জানান, বাংলাদেশে রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। তবে রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। রথযাত্রার নিরাপত্তা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমীর খসরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ি আমরা কাজ করছি। রথযাত্রায় আমাদের পুলিশ, ডিবি ও সাদা পোশাকের পুলিশসহ আরও আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন আছে। সমগ্র্য জেলায় মোট ৫০৫ জন পুলিশ সদস্য নিয়োজিত আছে। এছাড়া সোনারহাঁসহ বিভিন্ন স্থানে রথযাত্রা পালিত হয়।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024