আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৫৫

মহানগর বিএনপির ভিতরেই ভুত!

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সরকার বিরোধী আন্দোলনের সূতিকাঘার নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতৃত্ব সংকটে পড়েছে। নারায়ণগঞ্জে আগের মতো ত্যাগী ও পরীক্ষিত বড় কোনো নেতা তৈরি করতে পারেনি দলটি। দ্ব›দ্ব-গ্রæপিংয়ে সাংগঠনিক অবস্থা ক্রমেই দুর্বল হচ্ছে। এসব মহানগরের অধিকাংশই কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে কর্মী সংকটে পড়ছে। তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর নির্ভর করে কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। এর কারণ হিসাবে নেতারা জানান, জেলা মহানগরের কমিটি গঠনে যাদের দায়িত্ব দেওয়া হয়, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নেতৃত্ব নির্বাচনে সঠিক তথ্য দেননি। এসব মহানগরের ত্যাগী ও প্রভাবশালী একটি গ্রæপকে বাদ রেখে অনেকটা ‘অপরিচিত’ নেতাদের দিয়ে কমিটি করেছে। যে কারণে তারা সাংগঠনিক দক্ষতা দেখাতে পারছে না। এছাড়াও অনেকটা অভিমান করে মহানগরে ত্যাগী ও পরীক্ষিত অনেক নেতা রাজনীতি থেকে দূরে রয়েছেন। এসব মহানগরে দলের হাইকমান্ড বিশেষভাবে ‘নজর’ না দিলে অতীতের মতোই আগামী দিনেও সরকারবিরোধী আন্দোলনে সফলতা আসবে না বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা। দল থেকে বহিষ্কিত নেতা বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার এবং মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক এটিএম কামাল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এখনকার নেতৃত্ব কয়েকভাগে বিভক্ত। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও এটিএম কামালকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। পরে গত জাতীয় নির্বাচনের আগে তৈমুর ‘তৃণমূল বিএনপির’ মহাসচিবের দায়িত্ব পেয়ে নির্বাচনেও অংশ নেন। নারায়ণগঞ্জের রাজনীতিতে এ দুই নেতাকে নিয়ে নানা বিতর্ক থাকলেও তারাই ছিলেন নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ। তাদের স্থলে এ রকম আর কোনো নেতা তৈরি করতে পারেনি বিএনপি। আর এ কারনেই নারায়ণগঞ্জ মহানগরও সাংগঠনিকভাবে ততটা শক্তিশালী নয়। একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, জেলা ও বিভাগভিত্তিক হেভিওয়েট নেতা তৈরি করা গেলেও গ্রæপিংয়ের কারণে তা ধরে রাখা যায়নি। যে কারণে আন্দোলনে যতটা ভূমিকা রাখার প্রত্যাশা ছিল তা হয়নি। মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ‘আমাদের কাছে পদ-পদবি বড় না। দেশ বড়, দল বড়। আগে যেভাবে আমরা দল গড়ে তুলেছিলাম, এখন দল আরও বেশি শক্তিশালী। কিন্তু কোয়ালিটি লিডারশিপ আমাদের আরও দরকার। নেতৃত্ব দিতে মেধা, যোগ্যতা, সহনশীলতা, কখনো কখনো সাহসী কর্মকাÐ যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য তা লাগে। ভালো ব্যবহার, নিষ্ঠা, শ্রদ্ধাবোধ তো রয়েছেই। এগুলো কিছুটা পরিবার থেকে আসে, কিছুটা দলের সিনিয়র নেতাদের কাছ থেকেও শিখতে হয়। যাদের এসব কোয়ালিটি আছে, তারা ভালো নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপিও অনেক শক্তিশালী। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি। এমনিতে নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই। সেটা ছিল, আছে-এটা এমন কিছু না। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, পূর্বের চাইতে মহানগর বিএনপি অনেকটাই শক্তিশালী। অতীতের সরকার বিরোধী আন্দোলনে লাগাতার কর্মসূচী পালনের মাধ্যমে মহানগর বিএনপি কতটা শক্তিশালী এ বিষয়ে কেন্দ্রও অবগত আছেন। নির্বাচনের আগে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, হরতাল, অবরোধসহ সব কর্মসূচিই মহানগরে শতভাগ সফল হয়েছে। মহানগরেই একাধিক মামলা হয়েছে, যেখানে ৫শ এর বেশি আসামি, অজ্ঞাত তো আছেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024