আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১১:১২

মহানগর আ’লীগের ওয়ার্ড কমিটি নিয়ে বির্তক জোড়ালো হচ্ছে

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি নিয়ে দিন দিন তিক্ততা বেড়েই চলছে। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যয়ন, কমিটিতে চাটুকার ও বির্তকিতদের স্থান দেয়ার অভিযোগ এনে ফুঁসছে তৃনমূল কর্মীরা। সেই সাথে নাসিক মেয়ার আইভী ও জিএম আরাফতকে নিয়ে কটুক্তি করায় ধিক্কার ও ঘৃনা জানিয়েছে মহানগর আওয়ামীলীগের একাধিক নেতা। যা নিয়ে ইতিমধ্যে বন্দরে তোলপাড় চলছে। সম্প্রতি বন্দরে মহানগর আওয়ামীলীগের ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এক সভায় মেয়র আইভী ও জিএম আরাফতকে কটুক্তি করা হয়। যেখানে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা ছিলেন। তাদের সামনে শীর্ষ নেতাদের গণপিটুনির হুমকি দেয়াটা সাধারণ ভাবে নিতে পারেনি তৃনমূল কর্মীরা। এ বিষয়ে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন একজন পল্টিবাজ। তিনি যেখানে সুবিধা সেখানে ঝুঁকে পড়েন। আনোয়ার হোসেন এক সময় শামীম ওসমান ও ওসমান পরিবারের প্রকাশ্যে বিরোধীতা করে মেয়র আইভীর পক্ষে নির্বাচনে কাজ করেছেন। তখন শামীম ওসমান পরিবারকে সন্ত্রাসী পরিবার বলেও তিনি আখ্যায়িত করেছেন। পরে তার খায়েশ জাগে সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতার ভিত্তিতে সেলিনা হায়াত আইভীকে মনোনিত করেন। তখন আনোয়ার আইভীর বিরোধীতা শুরু করেন। তখন তিনি ওসমার পরিবারের ছায়াতলে গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান হন। সম্প্রতি দ্বাদশ নির্বাচনে অংশ নেয়ার জন্য পুনরায় ওসমান পরিবারের বিরোধীতা শুরু করেন। এই হলো তার চরিত্র। তারমত নেতার কাছে কি আশা করা যায়? তাকে যারা তোষামদ করে সে যোগ্য হউক আর নাই হউক তাকে নেতা বানিয়ে দিয়েছেন। আর এতে করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে ধ্বংস করার মিশন নিয়ে মাঠে নেমেছেন মহানগরের শীর্ষ নেতারা। নারায়ণগঞ্জ মহা নগরের ১ থেকে ২৭নং ওয়ার্ড পর্যন্ত যে সকল কমিটি গঠন করেছে তার মধ্যে অধিকাংশ বির্তকিত ও হাইব্রিড। তাদের নেই স্থানীয় ভাবে গ্রহনযোগ্যতা নেই কর্মী বাহিনী। এসকল নেতা দিয়ে দলের ভরাডুবি ছাড়া আর কিছুই হবে না। তাই দলকে রক্ষা করতে হলে ত্যাগীদের মূল্যয়ন করে নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের বিকল্প নেই। নয়তো আগামীতে এ দলের ক্ষতির জন্য আপনারাই দায়ি থাকবেন। তাই এখনো সময় আছে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন। দলতে নতুন করে সাজান। নয়তো এর জবাব আপনাদের দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024