আজ রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ৪ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ১০:৫৫

ইউরোর ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৪ | ১২:৪২ অপরাহ্ণ

ইউরোর দ্বিতীয় সেমিতে ম্যাচের শুরুতে এগিয়ে গেলো নেদারল্যান্ডস। এরপর পেনাল্টি থেকে সেটা শোধ করলো ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলই সমানতালে আক্রমণ করলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধে দুই দলই যেন ছন্দ হারিয়ে ফেললো। তবে নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে এগিয়ে গেলো ইংলিশরা। আর তাতে ঐতিহাসিক জয়ে ইউরোতে টানা দ্বিতীয় আসরে ফাইনালে উঠলো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।বৃহস্পতিবার চলতি ইউরোর দ্বিতীয় সেমিতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। বিদেশের মাটিতে কোনো মেজর টুর্নামেন্টে এই প্রথম ফাইনালে উঠলো ইংলিশরা। এর আগে গত আসরে ঘরের মাঠে ফাইনালে উঠলেও ইতালির বিপক্ষে টাইব্রেকারে হারে তারা।

এর আগে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে দর্শকেরা স্থির হয়ে বসার আগেই ইংলিশ গ্যালারিকে স্তব্ধ করে দেন ডাচ তারকা জাভি সিমন্স। ম্যাচের ৭ম মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ডেকলান রাইসের কাছ থেকে বল কেড়ে নিয়ে বুলেট শটে লক্ষ্যভেদ করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

১৭তম মিনিটে হ্যারি কেইনের শট ঠেকাতে গিয়েই তাকে ফাউল করে বসেন নেদারল্যান্ডসের ডেনজিল ডামফ্রিস। ভিএআরে যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ১৮তম মিনিটে ইংলিশদের সমতায় ফেরান হ্যারি কেইন। সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও ইংলিশ অধিনায়কের শট ঠেকাতে পারেননি ডাচ গোলরক্ষক।
বিরতির পর দুই দলই সতর্কতার সঙ্গে শুরু করে। রক্ষণ সুরক্ষিত রেখে আক্রমণে চোখ রাখে তারা। যে কারণে এ সময় খেলা কিছুটা মন্থরও হয়ে পড়ে।  আর ডাচরা আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও পেরে উঠছিল না। ফলে বিরতির পর ৭০ মিনিট পর্যন্ত কিছুটা নিষ্প্রাণ খেলায় হয়েছে।

এর মধ্যে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে ইংল্যান্ড। তবে ৯০তম মিনিটে আর সুযোগ মিস করেননি ওলি ওয়াটকিনস। কোল পালমারের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ইংল্যান্ডে পৌঁছে দেন ফাইনালে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024