আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৫৫

শাহাদতের সম্পদের পাহাড়

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদত হোসেন যেন পেয়েছেন আলাদিনের চেরাগ। মাত্র ১২ হাজার টাকা বেতনের এ কর্মচারী গড়েছেন কয়েক কোটি টাকার সম্পদ। বিসিএসের প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শাহাদত হোসেনের সম্পদের ফিরিস্তি নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। জানা যায়, শাহাদত হোসেন নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরগাছা এলাকার মৃত বাহার আলী সরদারের ছেলে। এলাকায় তিনি পরিচিত শখেন নামে। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরীর চাকরি হয় তার। ঢাকা, কুমিল্লা, রাজশাহী ও সর্বশেষ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন তিনি। শাহাদত তার গ্রামের ভিটায় তিন বিঘা জমিতে ফলের বাগান করেছেন। বিলে কিনেছেন পাঁচ বিঘা জমি। সিংড়া পৌর শহরের উপশহর ও সরকারপাড়া এলাকায়ও তার অর্ধকোটি টাকার জমি রয়েছে। তবে গ্রামের বাড়িতে থাকেন না শাহাদত। পরিবারসহ রাজধানীর মিরপুরে নিজস্ব বাড়িতে থাকেন তিনি। শাহাদতের খালাতো ভাই হানিফ আলী জানান, গ্রামের বাড়িতে শাহাদতের স্ত্রী-সন্তান কেউ থাকেন না। এখানে জমিজমা তিনিই (হানিফ) দেখাশোনা করেন। শুধু ঈদে বাড়িতে আসেন। তার ভাইয়ের তিন বিঘার বাগান ও বিলের পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেন তিনি। কাদিরগাছা এলাকার বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘তিনি (শাহাদত হোসেন) ঈদে বা জলসায় এলাকায় আসতেন। তার কথাবার্তা ভালো ছিল এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। তিনি পাসপোর্ট অফিসে চাকরি করতেন এটা আমরা জানতাম। তবে মিডিয়াতে দেখলাম তিনি প্রশ্ন ফাঁস কাÐে জড়িত।’ সিংড়ার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, শাহাদত মাত্র ১২ হাজার টাকা বেতনে চাকরি করে সিংড়া উপশহরের মতো জায়গায় কিভাবে ৮ শতক জমি কেনেন, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। সরকারপাড়ায় জমি কিনেছেন যার বাজারমূল্য ২৫ লাখ টাকা। যারা এ রকম গর্হিত অপরাধ করে দেশটাকে মেধাশূন্য করার চেষ্টা করছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। প্রসঙ্গত, সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত ৮ জুলাই পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী নাটোরের শাহাদাত হোসেনও রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024