আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৩৪

সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবী তৃনমূলের

ডান্ডিবার্তা | ১৪ জুলাই, ২০২৪ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগরের অধীন সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে আওয়ামীলীগের কমিটি গঠন করার জন্য মহানগর ও থানা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহŸান জানিয়েছেন তৃনমূল নেতাকর্মরা। গতকালি শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকাস্থ থানা আওয়ামীলীগের সভাপতির বাস ভবনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় তৃনমূল নেতাকর্মীরা এ আহŸান জানান। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়ার সঞ্চালনায় উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার। এসময় আওয়ামীলীগের তৃনমূল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দলে হাইব্রীড আওয়ামীলীগারদের দাপটে প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা কোনঠাসা। সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচীতে হাইব্রীডরা অগ্রগামী থাকে। এমনকি হাইব্রীডরা দালালী ও অর্থ বিনিয়োগ করে সকল সুযোগ সুবিধা হাতিয়ে নেয়। এ নিয়ে অনেক নেতাকর্মীদেরকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর কমিটি না হওয়ায় দলীয় কর্মসূচিতে কর্মী শূন্যতায় ভুগতে হয়। তাই দলকে সুসংঘঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও পোড় খাওয়া নেতাকর্মীদের সমন্বয়ে আওয়ামীলীগের কমিটি করার জন্য মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি তারা জোড়ালো আহŸান জানিয়েছেন। এক নারী কাউন্সিলর ক্ষোভের সাথে বলেন, অর্থ খরচ করে দল করি আমরা আর কিছু লোক দল করে অর্থ কামানোর জন্য। আমরা সেসব লোকদেরকে চাই না। প্রধান অতিথির বক্তব্যে এড. খোকন সাহা বলেন, দলকে সুসংঘঠিত ও শক্তিশালী করতে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দিক নির্দেশনায় অচিরেই আমরা সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে কাজ শুরু করবো। উক্ত বর্ধিত সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রিয়াজ উদ্দিন রেনু, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, নাসিক কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া, কাউন্সিলর আনোয়ার ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হক খোকা, আওয়ামীলীগ নেতা মহসিন ভুঁইয়া, আবু বকর সিদ্দিক, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী জহিরুল হক, থানা ছাত্রলীগের আহŸায়ক কমিটির সদস্য মানিক সরকার, আব্দুল মজিদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024