আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৩৪

বন্দরের বাতাসে যেন লাশের গন্ধ!

ডান্ডিবার্তা | ১৫ জুলাই, ২০২৪ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে হত্যা, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় লাশের গন্ধে ভারি হয়ে উঠছে বন্দর। বেপরোয়া সন্ত্রাসীরা ও বেপরোয় গাড়ি চালকরা। যে করনে ঘটছে হত্যার মত ঘটনা ও দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত দেড় মাসে বন্দরে ১২জনের লাশ উদ্ধার করে। শুরুটা হয় গত ৭ জুন। বন্দরে মুরাদপুরে মনিরুজ্জামান মনু (৪২)কে গুলি ও কুপিয়ে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসীরা। ৭ জুন দুপুরে উপজেলার মদনপুর মুরাদপুরে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার সন্ত্রাসী মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জন মিলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহত মনুর স্ত্রী সাবিনার অভিযোগ। নিহত মনু নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। গত ১৮ জুন বিকেলে বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে এর চালক ও এক নারী আরোহী নিহত হয়েছেন। তারা হলেন অন্তর (২৩) ও তাজনেহারা (১৭)। বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত অন্তর জামালপুর জেলার ইসলামপুর থানার ফকিরপুর উত্তর দরিয়াবাদ এলাকায় বিপ্লব বিপুলের ছেলে ও নিহত তাজনেহারা পটুয়াখালী জেলা পটুয়াখালী থানার কমলাপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে। গত ২৪ জুন পারিবারিক কলহের জের ধরে দিনমজুর শামীম (৪৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। আত্মহত্যাকারি দিনমজুর শামীম বন্দর উপজেলার ছোট কলাবাগ এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে। গত ২৩ জুন রাতে বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডস্থ ছোট কলাবাগ এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে দিনমজুর শামীম তার বাড়িতে একটি কক্ষে ঘুমিয়েছিল এবং তার স্ত্রী ও কন্যা অপর একটি কক্ষে অবস্থান করছিল। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে শামীম তার নিজ কক্ষে সকলের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। গত ৩০ জুন বন্দরে একটি চুন কারাখানার পাথর ভাঙ্গার মেশিনের হভার থেকে পাথর পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল আজিজ (৫৫)। বন্দর উপজেলার কেওঢালা এলাকায় আউয়াল এন্ড ব্রাদার্স কেমিক্যাল নামক চুনা কারখানায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আজিজ মুছাপুর ইউপির ভাটগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরীতে পাথর ভাঙ্গার মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন আব্দুল আজিজ। বন্দরের সমরক্ষেত্র এলাকা থেকে পুলিশ সাথী আক্তার (১২) নামে এক কিশোরীর লাশ উদ্দার করে। সে বন্দর বাড়ৈইপাড়া এলাকার আব্দুস ছাত্তার মিয়ার মেয়ে। বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দর সমরক্ষেত্রের পূর্ব পাশে এক জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে গত বুধবার বিকেল ৫টার পর থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। নিহত কিশোরী সাথী আক্তারের মা মুর্শিদা বেগম জানান, বন্দর শাহী মসজিদ এলাকায় কিশোর গ্যাং দুই গ্রæপের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছে। সংঘর্ষ দেখতে নিজ বাড়ি থেকে সাথী বের হয়। তিনদিন নিখোঁজ থাকার পর সমরক্ষেত্রের পাশে এক জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার পর মর্গে লাশ দেখ গিয়ে তার পড়নে প্যান্ট গেঞ্জি দেখে চিনেছি আমার মেয়ের লাশ। কে বা কাহারা আমার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। গত ২৯ জুন বন্দরে সিটি কর্পোরেশনের রাস্তার ল্যাম্প পোষ্টে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণাধীন বিল্ডিংয়ের নাইটগার্ড নিহত হয়েছেন। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা (৪৮)। বন্দর থানার সিএসডি গেইট সংলগ্ন খানবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক সিএসডিএলাকার মৃত জানু মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ৩০ জুন) সকাপেুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। গত ২ জুলাই বন্দর থানার মদনপুরে এশিয়ান হাইওয়েতে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরান নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মদনপুরের আন্দিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমরান সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার ফজলুর মিয়ার ছেলে। গত ৩ জুলাই বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল আবির। এসময় বাসার ছাদে থাকা এসির তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আবির ওই এলাকার মো. সোহেলের ছেলে। সে শহরের হাজীগঞ্জ আইটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। গত ৮ জুলাই বন্দরে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনের ভাই হেলালউদ্দিনের কারখানার পুকুরে ওই মরদেহটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে বন্দর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মামুন মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল টিয়া রঙের টি শার্ট ওি ফুল প্যান্ট। টি-শার্টের গায়ে লেখা ছিল রিফাত এলাইট ব্রেক সু ও মেসার্স রিফাত মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ঢাকা বাংলাদেশ। গত ১০ জুলাই বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে শিপন(৪৬) বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শ্যামপুর আড্ডা রাস্তায় দিয়ে যাতায়াত করতে কয়েকজন পথচারী গন্ধ পায়। পরে তারা নদের পারের কিনারায় পানিতে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়ে। খবর পেয়ে কলাগাছিয়া নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হাসপাতালে নিহতের স্ত্রী এসে লাশ সনাক্ত করে। তার অভিযোগ পারিবারিক বিরোধের জের ধরে তার ভাইয়েরা তাকে খুন করে ব্রহ্মপুত্র নদে নিয়ে ফেলে দিয়েছে। কামতাল হালুপাড়া এলাকার লোকেরা বলেন, লাশ উদ্ধারের ৩দিন পূর্বে তারা কয়েকজন গরমের কারনে হালুয়াপাড়া ব্রীজে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিতে ৩জন লোক নদের দিকে যায়। কিছুক্ষন পর ঐ সিএনজিটি মাত্র ২জন লোক নিয়ে ফিরে আসে। তখন তাদের কাছে সন্দেহ হলেও সাদা পোষাকে পুলিশ মনে করে তারা কিছু বলেনি। গত শনিবার বন্দরে নবনির্মিত বিল্ডিংয়ে ওয়ারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবসত বিদুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ টুটুল (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলাস্থ রুবেল মিয়ার বিল্ডিংয়ে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত টুটুল বন্দর থানার ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা এলাকার রহমত উল্ল্যাহ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে তার মামা জাকির মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। পেশায় একজন ওয়ারিং মিস্ত্রী ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024