আজ রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ৪ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ১১:০৬

পিস্তল তাক করা কে এই যুবক

ডান্ডিবার্তা | ১৬ জুলাই, ২০২৪ | ৯:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
একদফা সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের সামনের রাস্তায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ফের সংঘর্ষ চলছে। এ সময় পর পর ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র (পিস্তল) তাক করতে দেখা গেছে। ঘটনাস্থলে দেখা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান করে ইট-পাটকেল ছুঁড়ছেন। আর হলের ভেতরে অবস্থান করে ইটপাটকেল ছুঁড়ছেন আন্দোলনকারীরা। এ সময় সড়কের মাঝে দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করা তরুণকে হেলমেট মাথায় দেখা গেছে। তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কারও মন্তব্যও পাওয়া যায়নি। ঘটনাস্থলে দেখা যায়, ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করে আছেন। তবে ক্যাম্পাসজুড়ে বিশৃঙ্খল অবস্থা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। এর আগে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের মাঠে বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসীমউদ্দিন হল, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হলের ভেতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে থাকে। হকিস্টিক, রড, লাঠি, হেলমেটসহ মারমুখী অবস্থায় থাকতে দেখা যায়। এতে সাংবাদিকসহ কোটা আন্দোলনকারীদের কয়েকজন আহত হন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024