আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৪৬

অনৈক্যের বেড়াজালে জেলা যুবদল!

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৪ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মাত্র তিন সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি নারায়ণগঞ্জ জেলা যুবদলে। এই তিন সদস্যের কমিটি গঠনের ১১ মাস হতে চললেও শীর্ষ তিন নেতাকে একসাথে বসতে দেখা যায়নি একদিনও। দলীয় কর্মসূচিগুলোও পালন করছেন পৃথকভাবে। কবে নাগাদ নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি কিংবা পূর্ণাঙ্গ কমিটি হবে, অথবা আদৌ কমিটি হবে কিনা তা নিয়ে বিরাট সন্দিহান নেতাকর্মীরা। তিনজন নেতা দুইভাগে কর্মসূচি পালন করছেন, যেখানে কর্মীদের পদ পদবী দেয়ার লোভও দেখাচ্ছেন। কিন্তু আহŸায়ক ও সদস্য সচিবের যেখানে কোন ঐক্য নাই সেখানে এভাবে চলতে থাকলে আগামী এক যুগেও তাদের উভয় বলয়ের কর্মীদের ভাগ্যে জুটবে না কোনো পদবী সেটা প্রায় হলফ করেই বলা যায়। জানাগেছে, গত বছরের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহŸায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। সাদেকুর রহমান সাদেককে আহŸায়ক ও মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহŸায়ক করা হয় খাইরুল ইসলাম সজীবকে। কমিটি গঠনের পর থেকে সাদেকুর রহমান সাদেক ও খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের ব্যানারে এককভাবে কর্মসূচি পালন করে আসছেন। একইভাবে মশিউর রহমান রনিও এককভাবে তার অনুগত নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে জেলা যুবদলের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করে আসছেন। কমিটি গঠনের পর নারায়ণগঞ্জে কোনো কমিটি গঠনের বিষয়ে তাদের তিনজনকে একসাথে বসতে দেখাও যায়নি। স¤প্রতি কেন্দ্রীয় ‍যুবদলের কমিটি গঠনের বিষয়ে আনন্দ মিছিলও করেছেন তারা পৃথকভাবে। তাদের মাঝে অনৈক্যের কারন হিসেবে জানাগেছে, সাদেকুর রহমান সাদেক মুলত রাজনীতি করেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলয়ে এবং মশিউর রহমান রনি রাজনীতি করছেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বলয়ে। নজরুল ইসলাম আজাদ ও মাহামুদুর রহমান সুমনের সঙ্গে আড়াইহাজার আসনের নিয়ন্ত্রন নিয়ে বিরোধ রয়েছে। এরি মাঝে কেন্দ্রীয় বিএনপির সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে সজীব আছেন সাদেকুর রহমানের সঙ্গে। কারন এর আগে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন রনি ও সেক্রেটারি ছিলেন সজীব, সেই সময় থেকেই তাদের মাঝে বিরোধ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024