আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৩৭

মাঠে শুধু শামীম ওসমান

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জে স্মরণকালের ভয়ঙ্কর নাশকতা ও তান্ডবের ঘটনায় সরকারী দলের নেতাদের নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ বিরাজ করছে সাধারন নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। ১৪বছরে ক্ষমতার স্বাদ নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া আর পদ-পদবীর জন্য মাঠে নামা নেতারা ‘যে গর্তে লুকিয়ে আছেন’ সেখানেই থাকার পরামর্শ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে গত শুক্রবার নাশকতাকারীদের বিরুদ্ধে মাঠে নামায় আওয়ামীলীগের এমপি ও প্রভাবশালী নেতা শামীম ওসমানকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা। তারা বলছেন, গত শুক্রবার শামীম ওসমান মাঠে না নামলে পুরো শহর জ¦ালিয়ে দিতো নাশকতাকারীরা। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় আড়াই ঘন্টা কোটা বিরোধী আন্দোলনের অংশ নেয়াদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের পরই সন্ধ্যা থেকে শুরু হয় নাশকতা। বিএনপি ও ্ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ব্যাপক তান্ডব চালায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে। ঐ দিন রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় আগুন ও ভাংচুর চালায় তারা। লিংক রোডের সাইনবোর্ড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জ¦ালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি যানবাহন। পরের দিন শুক্রবার জুম্মার নামাজের পর বিএনপি ও শিবিরের একটি যৌথ মিছিল বের হয়ে নগরীরর প্রধান সড়ক বঙ্গবন্ধু রোড অবরোধের চেষ্টাসহ বিভিন্ন মার্কেটে ভাংচুর ও লুটপাটের চেষ্টা চলে। শহরে নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন আওয়ামীলীগের এমপি শামীম ওসমান। এসময় শামীম ওসমানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ও গুলি ছুড়লে শুরু হয় সংঘর্ষ। শামীম ওসমান নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেতাকর্মীদের নিয়ে টহল শুরু করলে নাশকতাকারীরা পিছু হটে। এরপর শামীম ওসমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৌছালে সেখানেও শত শত নাশকতাকারীরা পিছু হটে। শামীম ওসমান নেতাকর্মীদের নিয়ে রাতভর শহরে অবস্থান করায় চোরাগুপ্তা হামলা শুরু করে নাশকতাকারীরা। লিংক রোড ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তান্ডবকারীদের আগুনে পুড়ে ছাই হয়ে যায় লিংক রোডের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিনের মালিকানাধীন ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’, শামীম ওসমানের ব্যবসায়ীক অংশীদ্বারীত্বে চলা শীতল এসি বাস ট্রান্সপোর্টের ২৬টি বাস, একটি বহুতল রপ্তানীমুখি গার্মেন্টসহ প্রায় ২০টি যান বাহন। তবে শামীম ওসমানের অবস্থানের কারণে শনিবার ও রবিবার নারায়ণগঞ্জ শহরে কোন নাশকতা চালাতে ব্যর্থ হয় দুর্বত্তরা। গত দু’দিনে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে এনিয়ে আওয়ামীলীগের অভ্যন্তরেই শুরু হয়েছে চরম ক্ষোভ ও সমালোচনার ঝড়। দলের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের পাশাপাশি সরকারীদলের জনপ্রতিনিধিদের উপর। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতা হুমায়ন কবীর মৃধা জানান, জেলায় ৪জন আওয়ামীলীগ দলীয় এমপি আছেন, দলীয় উপজেলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, দলীয় কাউন্সিলররা আছেন। কিন্তু এক শামীম ওসমান আর তার লোকজন ছাড়া মাঠে দেখলাম না কাউকেই। সিটি কর্পোরেশন ভবনেও নাশকতাকারীরা আগুন দিয়েছে। কিন্তু আমাদের নৌকার মেয়রকেও রাস্তায় নামতে দেখলাম না। মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ্এক শামীম ওসমান ছাড়া কোথাও কেউ নেই। পদ পদবীর জন্য শত শত কর্মী নিয়ে যাদের মিছিল করতে দেখি, কেন্দ্রীয় নেতারা এসে যাদের গুনকীর্তন করেন, যারা বামপন্থীদের নিয়ে মাঠে নেমে নিজেকে সাহসী দাবী করেন তাদেরও দেখা পাইনি। দলের ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা জানান, যারা গর্তে লুকিয়ে আছেন, আশা করবো তারা সেখানেই থাকবেন। পরিবেশ পরিস্তিতি ভালো হওয়ার পর মাঠে নামলে তাদের লজ্জিত হতে হবে আমাদের কাছে। অপরদিকে শামীম ওসমানকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা। জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.মহসিন মিয়া জানান, শামীম ওসমান মাঠে নামার কারণেই নাশকতাকারীরা ভীত হয়েছে, নগরী রক্ষা পেয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল জানিয়েছেন, জেলার অর্ধশত ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেয় চেম্বার। সকল ব্যবসায়ী সংগঠনের নেতারা শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, দেশের অন্যতম ব্যবসায়ীক কেন্দ্রটি নারায়ণগঞ্জ শহর ছিল তান্ডবকারীদের অন্যতম টার্গেট। শামীম ওসমান পুরো নগরীকে নিরাপদ করেছেন। দেশের গার্মেন্ট মালিকদের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সহ সভাপতি সোহেল সারোয়ার জানিয়েছেন, শামীম ওসমান নিজেই অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ছিলেন। তিনি সেই অসুস্থ্য শরীর নিয়ে মাঠে নেমেছেন সাধারন মানুষকে ,বিশেষ করে ব্যবসায়ীদের নিরাপদ করতে। আমরা তার কাছে কৃতজ্ঞ, তিনি মাঠে না নামলে শহরের পরিস্থিতি কি হোত তা ভাবলেও গা শিউরে উঠছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024